মুনাফায় ফিরলে তবেই শেয়ার ছাড়বে রাষ্ট্রীয় ইস্পাত

রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (আরআইএনএল) ঘুরে দাঁড়ানোর পরে বাজারে সেটির শেয়ার ছাড়ার বিষয়টি বিবেচনা করা হবে। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী বীরেন্দ্র সিংহ আজ এ কথা জানানোর পাশাপাশি বলেছেন, সংস্থাটি ও ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন মেশানোর কোনও পরিকল্পনা কেন্দ্রের নেই।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ০৩:৪৫
Share:

রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (আরআইএনএল) ঘুরে দাঁড়ানোর পরে বাজারে সেটির শেয়ার ছাড়ার বিষয়টি বিবেচনা করা হবে। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী বীরেন্দ্র সিংহ আজ এ কথা জানানোর পাশাপাশি বলেছেন, সংস্থাটি ও ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন মেশানোর কোনও পরিকল্পনা কেন্দ্রের নেই।

Advertisement

সিংহ বলেন, ‘‘আরআইএনএল এই মুহূর্তে মুনাফায় নেই। তবে সংস্থা উৎপাদন বাড়াচ্ছে। তার জেরে সংস্থা মুনাফায় ফিরলে নতুন ইস্যু নিয়ে বাজারে আসতে পারবে সংস্থা।’’

২০১২ সালে বাজারে প্রথম বার শেয়ার ছাড়াতে সেবি-র কাছে আবেদনপত্রও দাখিল করে আরআইএনএল। কিন্তু নানা কারণে তা স্থগিত রাখা হয়। তবে ২০১৪ সাল পর্যন্ত মুনাফা করেছিল সংস্থা। তার পরে ইস্পাতের চাহিদা কমা ও চিন থেকে সস্তায় ইস্পাত আমদানির ফলে পড়তি বাজারের কারণে লোকসানে পড়ে তারা। ২০১৫-’১৬ সালে যা পৌঁছয় ১৪২১ কোটি টাকায়।

Advertisement

মন্ত্রী জানান, ইতিমধ্যে ১২,৩০০ কোটি টাকা লগ্নি করে উৎপাদন ক্ষমতা বছরে ৩০ লক্ষ টন থেকে বাড়িয়ে ৬০ লক্ষে করা হয়েছে। উপরন্তু ৪ হাজার কোটিতে কারখানা আধুনিকীকরণের ফলে উৎপাদন ক্ষমতা বেড়েছে আরও ১০ লক্ষ। ২০১৮-’১৯ সালেই এই সম্প্রসারণ প্রকল্পের হাত ধরে মুনাফা হাতে আসবে বলে আশা কেন্দ্রের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন