অন্ধ্রপ্রদেশে কারখানা চালু ইসুজু মোটরসের

বছর চারেক আগে ভারতের মাটিতে পা রাখলেও হিন্দুস্তান মোটরসের চেন্নাই কারখানায় চুক্তির ভিক্তিতেই এত দিন গাড়ি তৈরি করত জাপানি বহুজাতিক ইসুজু মোটরস। এ বার অন্ধ্রপ্রদেশের ‘শ্রী সিটি’-তে নিজেদের কারখানা গড়ল তারা। যা বুধবার উদ্বোধন করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ০২:৫৬
Share:

বছর চারেক আগে ভারতের মাটিতে পা রাখলেও হিন্দুস্তান মোটরসের চেন্নাই কারখানায় চুক্তির ভিক্তিতেই এত দিন গাড়ি তৈরি করত জাপানি বহুজাতিক ইসুজু মোটরস। এ বার অন্ধ্রপ্রদেশের ‘শ্রী সিটি’-তে নিজেদের কারখানা গড়ল তারা। যা বুধবার উদ্বোধন করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

Advertisement

নতুন কারখানায় ৩০০০ কোটি টাকা লগ্নি করেছে জাপানি বহুজাতিকটি। আপাতত বছরে ৫০ হাজার গাড়ি তৈরি হবে। পরে বার্ষিক উৎপাদন ক্ষমতা বেড়ে হবে ১ লক্ষ ২০ হাজার।

২০১২ সালে ভারতের গাড়ি বাজারে পা রাখে জাপানি বহুজাতিকটি। চুক্তির ভিত্তিতে যন্ত্রাংশ জুড়ে দামি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) ‘এমইউ-৭’ ও ‘ডি ম্যাক্স পিক-আপ ট্রাক’ তৈরি করত ইসুজু মোটর ইন্ডিয়া। সংস্থার দাবি, হিন্দুস্তান মোটরসের কারখানায় উৎপাদন বন্ধ হবে না। তবে নতুন প্রজন্মের ‘ডি ম্যাক্স পিক-আপ’ এবং ‘ডি-ম্যাক্স ভি ক্রস’ গাড়ি তৈরি হবে অন্ধ্রের কারখানায়। গাড়িগুলির ৭০% যন্ত্রাংশই জোগাবে এ দেশে তাদের ১২০টি সহযোগী সংস্থা।

Advertisement

ইসুজু মোটরসের চেয়ারম্যান হিরোয়াসু মিউরা ও প্রেসিডেন্ট মাসানোরি কাতায়ামা ভারতের গাড়ি বাজার সম্পর্কে আশাবাদী। পাশাপাশি তাঁর দাবি, ‘‘শুধু ভারতেই নয়, ভবিষ্যতে আমাদের এই কারখানাটি আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন