পিছোল কাজ বন্ধের সিদ্ধান্ত

সম্প্রতি জেটে ১,৫০০ কোটি টাকা ঢালার কথা জানিয়ে স্টেট ব্যাঙ্ক বলেছে, দ্রুত নতুন লগ্নিকারী খোঁজাই লক্ষ্য। বলেছে, সব কিছু দেখাশোনার জন্য অন্তর্বর্তীকালীন নজরদারি কমিটি তৈরির কথা। তাদেরই প্রাক্তন চেয়ারম্যান এ কে পুরওয়ারকে ওই পর্ষদের চেয়ারম্যান পদে বসানোর তোড়জোড়ও শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০৩:২৩
Share:

জেটের পাইলটেরা হুমকি দিয়েছিলেন আজ, সোমবার থেকে বিমান চালাবেন না তাঁরা। প্রমাদ গুনতে শুরু করেছিল সংশ্লিষ্ট মহল। এই পরিস্থিতিতে শনিবার রাত এগারোটা নাগাদ ডিসেম্বরের ৮৭% বেতন ঢুকেছে কর্মীদের অ্যাকাউন্টে। তার পরেই রবিবার, মুম্বই ও দিল্লিতে বৈঠকের পরে পাইলটদের সংগঠন ন্যশনাল অ্যাভিয়েটার্স গিল্ড (ন্যাগ) জানিয়েছে, কাজ বন্ধের দিন পিছিয়ে করা হয়েছে ১৫ এপ্রিল। ডিসেম্বরের টাকা দেওয়াতেই সংস্থাকে আরও অন্তত সপ্তাহ দু’য়েক দেওয়া হল সমস্যা মেটানোর জন্য।

Advertisement

সম্প্রতি জেটে ১,৫০০ কোটি টাকা ঢালার কথা জানিয়ে স্টেট ব্যাঙ্ক বলেছে, দ্রুত নতুন লগ্নিকারী খোঁজাই লক্ষ্য। বলেছে, সব কিছু দেখাশোনার জন্য অন্তর্বর্তীকালীন নজরদারি কমিটি তৈরির কথা। তাদেরই প্রাক্তন চেয়ারম্যান এ কে পুরওয়ারকে ওই পর্ষদের চেয়ারম্যান পদে বসানোর তোড়জোড়ও শুরু হয়েছে।

তবে এ দিন বিমানমন্ত্রী সুরেশ প্রভু জেটের সঙ্কট প্রসঙ্গে সংবাদ সংস্থাকে জানান, সংস্থার দৈনন্দিন কাজে কেন্দ্র নাক গলাতে পারে না। শুধু দেশীয় বিমান শিল্পের সঙ্কটে কড়া নজর রাখছেন তাঁরা। সংস্থাগুলিকে বাঁচাতে জ্বালানির উপরে কেন্দ্রীয় উৎপাদন শুল্ক ১৪% থেকে কমিয়ে ১১% করার মতো পদক্ষেপও করা হয়েছে।

Advertisement

জেটে যা ঘটল...

• শনিবার রাত এগারোটা নাগাদ ডিসেম্বরের ৮৭% বেতন ঢুকেছে পাইলট-ইঞ্জিনিয়ারদের অ্যাকাউন্টে।
• তার পরেই রবিবার কাজ বন্ধের দিন পিছিয়ে ১৫ এপ্রিল করেছে পাইলটদের সংগঠন। বকেয়া বেতন না পাওয়ায় তা করার কথা ছিল ১ এপ্রিল থেকে।
• বিমানমন্ত্রী সুরেশ প্রভুর বার্তা, সংস্থাকে দক্ষতার সঙ্গে ব্যবসা ও আর্থিক লেনদেন চালানোর দায়িত্ব বইতে হবে নিজেদেরই। সরকার দৈনন্দিন কর্মকাণ্ডে মাথা গলাবে না।
• সম্প্রতি জেটে ১,৫০০ কোটি টাকা ঢালবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। সূত্রের খবর, এর মধ্যে ৩০০ কোটি পেয়েছে জেট।
• স্টেট ব্যাঙ্কেরই প্রাক্তন প্রধান এ কে পুরওয়ারকে জেটে অন্তর্বর্তীকালীন পরিচালন কমিটির চেয়ারম্যান পদে বসানোর তোড়জোড় শুরু হয়েছে।

এক জেট কর্তার দাবি, সংস্থার ১,৬০০ জন পাইলটের মধ্যে ১,১০০ জন ন্যাগের সদস্য। তাঁরা আচমকা বসে গেলে, বাকিদের দিয়ে কিছু দিন কাজ চালানো হয়তো সম্ভব। বিশেষত যেখানে ১২৪টি বিমানের মাত্র ৩৫টি চালু। ফলে সীমিত সংখ্যক বিমান চালাতে বাকিরা যথেষ্ট। কিন্তু, এ ভাবে বেশি দিন চালানো সম্ভব নয়।

সূত্রের খবর, স্টেট ব্যাঙ্ক যে ১,৫০০ কোটি দেবে বলেছে, তারই ৩০০ কোটি আপাতত পেয়েছে জেট। যা দিয়ে বিমানের ভাড়া মেটানোকে অগ্রাধিকার দিচ্ছে তারা। পরের ধাপে বকেয়া বেতন মেটানো। তবে সংস্থার সিইও বিনয় দুবে চিঠি দিয়ে কর্মীদের জানিয়েছেন, আপাতত ডিসেম্বরের বেতন মেটানো সম্ভব। ফের টাকা এলে বাকি বকেয়া বেতন মেটানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন