টানা ধর্মঘটের পথে এককাট্টা গয়না শিল্প

ধর্মঘটের পথ থেকে না-সরে কেন্দ্রের উপর চাপ আরও বাড়াবেন দেশের গয়না ব্যবসায়ীরা। শুক্রবার এই শিল্পের সংগঠন ‘অল ইন্ডিয়া বুলিয়ন, জুয়েলার্স, স্বর্ণকার ফেডারেশন’-এর দাবি, সোনার গয়নায় ১% উৎপাদন শুল্ক না-তোলা হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালানোর ব্যাপারে সম্মত হয়েছেন ৩৭৫টিরও বেশি সংগঠনের প্রতিনিধিরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ০৩:৪৪
Share:

ধর্মঘটের পথ থেকে না-সরে কেন্দ্রের উপর চাপ আরও বাড়াবেন দেশের গয়না ব্যবসায়ীরা। শুক্রবার এই শিল্পের সংগঠন ‘অল ইন্ডিয়া বুলিয়ন, জুয়েলার্স, স্বর্ণকার ফেডারেশন’-এর দাবি, সোনার গয়নায় ১% উৎপাদন শুল্ক না-তোলা হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালানোর ব্যাপারে সম্মত হয়েছেন ৩৭৫টিরও বেশি সংগঠনের প্রতিনিধিরা। আগামী সপ্তাহ থেকে জোরালো হবে প্রতিবাদ কর্মসূচি। অর্থমন্ত্রী অরুণ জেটলির হাতে দোকানের চাবি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিক্ষোভ দেখানো হবে সাংসদদের ঘেরাও, মানবশিকল তৈরি, দোকানের রেজিস্ট্রেশনের নথি অর্থমন্ত্রীর নামে বদল বা জেলা সদরে ঘণ্টা বাজানোর মাধ্যমেও।

Advertisement

এ অবস্থায় জট কাটাতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা শুরুর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে ধর্মঘটে সমর্থন জানানো কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। উল্লেখ্য, বৃহস্পতিবার নতুন করে ধর্মঘট শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন