Budiness news

ফ্রি ভয়েস কলে ট্রাইয়ের ছাড়পত্র পেল জিও

জিও বনাম ‘বিরোধী’ তিন টেলি পরিষেবা সংস্থার লড়াইয়ে ক্লিনচিট পেয়ে গেল রিলায়্যান্স। ফ্রি ভয়েস কল এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত আনলিমিটেড ৪-জি ইন্টারনেট পরিষেবায় ট্রাইয়ের ছাড়পত্র পেয়ে গেল রিলায়্যান্স জিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ১১:২৩
Share:

—প্রতীকী ছবি।

জিও বনাম ‘বিরোধী’ তিন টেলি পরিষেবা সংস্থার লড়াইয়ে ক্লিনচিট পেয়ে গেল রিলায়্যান্স। ফ্রি ভয়েস কল এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত আনলিমিটেড ৪-জি ইন্টারনেট পরিষেবায় ট্রাইয়ের ছাড়পত্র পেয়ে গেল রিলায়্যান্স জিও। বৃহস্পতিবার তিনটি আলাদা চিঠিতে ট্রাই তিন টেলি পরিষেবা সংস্থা— ভোডাফোন, এয়ারটেল এবং আইডিয়াকে জানিয়ে দিয়েছে, নিখরচায় গ্রাহকদের ভয়েস কলের সুবিধা দেওয়া ট্রাইয়ের নিয়মকানুনের পক্ষপাতমূলক নয়।

Advertisement

বিভিন্ন সংস্থার একে অপরের সংযোগ ব্যবহার নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে জিও-র ফ্রি ভয়েস কল পরিষেবা। বস্তুত, একটি সংস্থার কাছ থেকে অন্য সংস্থার নেটওয়ার্কে (অর্থাৎ, নম্বরে) ফোন এলে প্রথম সংস্থাটিকে ‘ইন্টারনেট ইউসেজ চার্জ’ দিতে হয়। ট্রাইয়ের কাছে আবেদনে তিন টেলি সংস্থা অভিযোগ করেছিল, গ্রাহকদের নিখরচায় পরিষেবা দেওয়ায় ফলে অন্য সংস্থার সংযোগ ব্যবহারের এই খরচ দিতে চাইছে না জিও। জিওর বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, বিনামূল্যের এই পরিষেবা দেওয়ার পরিকাঠামো না থাকায় তার মাশুল দিতে হচ্ছে অন্য সংস্থাগুলিকে। এমনকী এই ধরনের পরিষেবা ট্রাইয়ের নিয়মবিরুদ্ধ বলেও অভিযোগ করে তারা। জিও-র পাল্টা অভিযোগ ছিল, নিয়ম মতো অন্য সংস্থাগুলি জিও-র পরিষেবা পৌঁছতে প্রয়োজনীয় ‘ইন্টারকানেকশন’ ব্যবস্থা ব্যবহারের সুযোগ দিচ্ছে না। দুই পক্ষের এই যুদ্ধে মধ্যস্থতায় নামে ট্রাই। সম্প্রতি দু’পক্ষের মধ্যে বৈঠকও হয়। সব দিক খতিয়ে দেখে জিওকে ফ্রি ভয়েস কলের ছাড়পত্র দিল ট্রাই।

আরও পড়ুন: আঙুর কিনতে আমেরিকার বাজি ভারতের চেরির বাজার

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন