আলিপুরে আবাসন টাটা-কেভেন্টারের

কেভেন্টার গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কলকাতায় আলিপুরের কাছে বিলাসবহুল আবাসন প্রকল্প গড়তে চলেছে টাটা হাউসিং। সংশ্লিষ্ট সূত্রে খবর, তিন একর জমির উপর ওই আবাসন গড়তে যৌথ উদ্যোগে সামিল হয়েছে টাটা হাউসিং ও কেভেন্টার। প্রকল্পে তাদের অংশীদারি যথাক্রমে ৫১% এবং ৪৯%। সম্ভাব্য লগ্নির অঙ্ক ৫০০ কোটি টাকা। যার মধ্যে জমির দামই প্রায় ৩০০ কোটি। তবে পাঁচ লক্ষ বর্গ ফুটের নির্মাণ শেষ হওয়ার পর তা থেকে অন্তত হাজার কোটি টাকার ব্যবসা করা সম্ভব হবে বলে মনে করছে নির্মাণ শিল্প।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৪ ০১:২০
Share:

কেভেন্টার গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কলকাতায় আলিপুরের কাছে বিলাসবহুল আবাসন প্রকল্প গড়তে চলেছে টাটা হাউসিং।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে খবর, তিন একর জমির উপর ওই আবাসন গড়তে যৌথ উদ্যোগে সামিল হয়েছে টাটা হাউসিং ও কেভেন্টার। প্রকল্পে তাদের অংশীদারি যথাক্রমে ৫১% এবং ৪৯%। সম্ভাব্য লগ্নির অঙ্ক ৫০০ কোটি টাকা। যার মধ্যে জমির দামই প্রায় ৩০০ কোটি। তবে পাঁচ লক্ষ বর্গ ফুটের নির্মাণ শেষ হওয়ার পর তা থেকে অন্তত হাজার কোটি টাকার ব্যবসা করা সম্ভব হবে বলে মনে করছে নির্মাণ শিল্প।

উল্লেখ্য, সম্প্রতি টালিগঞ্জ ট্রাম ডিপোর মতো খাস এলাকায় ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির চার একর জমি দীর্ঘ মেয়াদি লিজে দেওয়ার জন্য দরপত্র চেয়েছিল রাজ্য। সেখানেও ওই জমি পেতে কেভেন্টারের সঙ্গে যৌথ ভাবে দরপত্র পেশ করেছিল টাটা হাউসিং। ওই জমি পাওয়ার দৌড়ে আছে অন্যান্য আবাসন নির্মাতাও। তবে সেই দরপত্র এখনও খোলা হয়নি। এ ছাড়া, নিউ টাউনে একক ভাবে আবাসন প্রকল্প গড়ছে টাটা গোষ্ঠীর সংস্থাটি।

Advertisement

আবাসন শিল্পমহলের মতে, পশ্চিমবঙ্গ-সহ সারা ভারতেই মেট্রো শহরে নতুন করে জমি পাওয়া এখন বেশ শক্ত। আবাসন সেখানে অনেক তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু তা প্রধানত মূল শহরের বাইরে। মেট্রো শহরের লাগোয়া অঞ্চলে। অথচ খাস শহরের বুকে দাম বেশি হলেও বিলাসবহুল আবাসনের চাহিদা থাকে।

তা ছাড়া, এ ধরনের প্রকল্পে লাভের হারও যথেষ্ট ভাল। তাই মেট্রো শহরে এ রকম আবাসন গড়তে টাটা হাউসিং-সহ অনেক সংস্থাই এখন এক লপ্তে বড় জমির খোঁজে হন্যে হয়। তাদের মতে, মূলত সেই কারণেই কেভেন্টারের সঙ্গে হাত মিলিয়ে আলিপুরে ওই প্রকল্প গড়তে টাকা ঢালছে টাটারা। আগ্রহ দেখাচ্ছে টালিগঞ্জে জমি পেতেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement