Jute

সহায়ক মূল্যের বেশি দামে পাট কিনছে নিগম

নিগমের এক কর্তার দাবি, বিক্রির সঙ্গে সঙ্গে যাতে নগদ অর্থ মেলে, সে জন্য অনেক চাষি উদ্বৃত্ত পাট নিয়ে অপেক্ষা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ০২:৩৭
Share:

প্রতীকী ছবি।

চলতি মরসুমে তুলনামূলক ভাবে কাঁচা পাটের দাম কিছুটা বেশিই পাচ্ছেন রাজ্যের চাষিরা। আর এ বার উৎসবের আগে চাষিরা যাতে সময়ে পাটের দাম হাতে পান, সে জন্য ন্যূনতম সহায়ক মূল্যের থেকে সামান্য বেশি দরে হলেও কিছু পরিমাণ কাঁচা পাট কেনার সিদ্ধান্ত নিয়েছে পাট নিগম। সূত্রের খবর, সম্প্রতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকটি জায়গায় পাট কেনা শুরু হয়েছে। পরে নিলাম ডেকে যা বিক্রি করবে নিগম।

Advertisement

নিগমের এক কর্তার দাবি, বিক্রির সঙ্গে সঙ্গে যাতে নগদ অর্থ মেলে, সে জন্য অনেক চাষি উদ্বৃত্ত পাট নিয়ে অপেক্ষা করেন। অনেকে আবার স্থানীয় হাটে উৎপাদন খরচের তুলনায় কিছুটা বেশি দাম পেলেও, তা প্রত্যাশা মতো হয় না। এই সব কথা ভেবেই চলতি মরসুমের বাজার দর খতিয়ে দেখে নির্ধারিত দামে পাট কেনার সিদ্ধান্ত হয়েছে।

ওই কর্তার দাবি, পাট কেনার পরে তিনটি কর্ম দিবসের মধ্যে চাষিদের পাটের দাম মেটাচ্ছে নিগম। তবে অন্য ব্যবসায়ীরা চাইলে নিগমের ঘোষিত দামের থেকে বেশি দরে চাষিদের থেকে সরাসরি তা কিনতে পারেন। তাতে চাষিদের আরও কিছুটা লাভ হবে। উল্লেখ্য, গত বছরও এই ব্যবস্থায় ৩০,০০০ কুইন্টালের মতো কাঁচা পাট কিনেছিল নিগম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement