অবশেষে ৭৩ কোটিতে বিজয় মাল্যের ভিলা বিক্রি

নিলামে ক্রেতা মেলেনি টানা তিন বার। শেষ পর্যন্ত গোয়ায় বিজয় মাল্যের কিংগ্‌ফিশার ভিলা বিক্রি করতে পারল ঋণদাতা ব্যাঙ্কগুলির কনসোর্টিয়াম। ৭৩.০১ কোটি টাকায় তা কিনলেন অভিনেতা তথা প্রযোজক সচিন জোশী।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০২:৫৯
Share:

বিজয় মাল্য

নিলামে ক্রেতা মেলেনি টানা তিন বার। শেষ পর্যন্ত গোয়ায় বিজয় মাল্যের কিংগ্‌ফিশার ভিলা বিক্রি করতে পারল ঋণদাতা ব্যাঙ্কগুলির কনসোর্টিয়াম। ৭৩.০১ কোটি টাকায় তা কিনলেন অভিনেতা তথা প্রযোজক সচিন জোশী।

Advertisement

ব্যক্তিগত চুক্তির মাধ্যমে ৭৩ কোটি টাকায় গোয়ার ওই ভিলা কিনেছেন ভাইকিংগ্‌ মিডিয়ার মালিক জোশী। যদিও স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ১৭টি ঋণদাতা ব্যাঙ্কের কনসোর্টিয়াম এবং জোশী উভয়েই এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি, ওয়াকিবহাল সূত্রই তাদের এ কথা জানিয়েছে। মাল্যের বসে যাওয়া বিমান পরিবহণ সংস্থা কিংগ্‌ফিশার এয়ারলাইন্স ধারের টাকা শোধ না-করার কারণে এই ভিলাকে গত অক্টোবরে প্রথম নিলামে তোলে ঋণদাতা ব্যাঙ্কগুলির কনসোর্টিয়াম। ন্যূনতম দর রাখা হয় ৮৫.২৯ কোটি টাকা। খদ্দের না-মেলায় ডিসেম্বরের নিলামে তা কমিয়ে করা হয় ৮১ কোটি। এর পরে ৬ মার্চ তৃতীয় নিলামে তা বিক্রি হয়নি ৭৩ কোটি টাকা ন্যূনতম দর রাখার পরেও।

এমনিতে সমুদ্র ঘেঁষা এই ভিলার আইনি মালিক কিগ্‌ফিশার এয়ারের মূল সংস্থা ইউনাইটেড ব্রুয়ারিজ হোল্ডিংস। কিন্তু শোনা যায়, তিন একর জমির উপর ১২,৩৫০ বর্গ ফুটের এই ভিলায় এক সময়ে বহু বিলাসবহুল পার্টি দিয়েছেন ঋণ খেলাপের দায়ে জেরবার মাল্য। এখন যা সচিন জোশীর হাতে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন