নিজস্ব মোবাইল কারখানা ভারতে গড়বে এলজি, জিওনি

আগামী পাঁচ বছরে ভারতের ডিজিটাল দুনিয়ার সিংহভাগ দখলে রাখবে স্মার্ট ফোন ও বৈদ্যুতিন শিল্প। বিশাল এই বাজারে বাজি জিতে নিতে ভারতে কারখানা গড়ার লক্ষ্যে এগোচ্ছে অধিকাংশ মোবাইল ফোন তৈরির সংস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ০২:৫৮
Share:

আগামী পাঁচ বছরে ভারতের ডিজিটাল দুনিয়ার সিংহভাগ দখলে রাখবে স্মার্ট ফোন ও বৈদ্যুতিন শিল্প। বিশাল এই বাজারে বাজি জিতে নিতে ভারতে কারখানা গড়ার লক্ষ্যে এগোচ্ছে অধিকাংশ মোবাইল ফোন তৈরির সংস্থা।

Advertisement

বৃহস্পতিবার দিল্লিতে এলজি ইন্ডিয়ার নতুন স্মার্ট ফোন বাজারে আনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, ‘‘পাঁচ বছরে ভারতে ডিজিটাল দুনিয়ায় ব্যবসার পরিমাণ দাঁড়াবে ১ লক্ষ কোটি ডলার। তার মধ্যে ৪০ হাজার কোটি ডলার দখল করেছে স্মার্ট ফোন ও বৈদ্যুতিন শিল্প। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দৌলতে এই শিল্প লাফিয়ে লাফিয়ে বাড়বে।’’

কেন্দ্রের দাবির সঙ্গে সঙ্গতি রেখে স্যামসাং, শাওমি, মাইক্রোম্যাক্স, লাভা, কার্বন, হাইটেকের মতো সংস্থা আগেই ভারতে ফোন তৈরির পথে এগিয়েছে। এ বার সেই পথেই হাঁটছে দক্ষিণ কোরীয় সংস্থা এলজি। ভারতের বাজারের জন্য মধ্যবিত্ত বাজেটের স্মার্ট ফোন তৈরি করতে এ দেশকেই উৎপাদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে তারা। বৃহস্পতিবার দিল্লিতে এ কথা ঘোষণা করেছেন এলজি ইন্ডিয়ার এমডি কিম কি-ওয়ান। এলজি ভারতে দু’টি মডেল তৈরি করবে। সংস্থার দাবি, দামি ফোনের প্রযুক্তিই ব্যবহৃত হবে। কে সেভেন ও কে টেন নামের দু’টি ফোন মিলবে যথাক্রমে ৯,৫০০ ও ১৩,৫০০ টাকায়।

Advertisement

এলজি ইন্ডিয়ার পথেই হাঁটতে চায় জিওনি ইন্ডিয়া। সংস্থার এমডি অরবিন্দ ভোরার দাবি, তাঁদের ব্যবসার ৫০% দখলে রেখেছে ভারতে উৎপাদিত মোবাইল ফোন। তবে সেই উৎপাদন অন্য একটি সংস্থার কারখানায় হয়। সংস্থার দাবি, ২৫০ কোটি টাকা ঢেলে ব্র্যান্ড তৈরি করছে তারা। আর তার মূল লক্ষ্য ভারতে নিজস্ব কারখানা গড়ে তোলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন