লি পরিবারের নিয়ন্ত্রণ বাড়ছে স্যামসাঙে

প্রতিষ্ঠাতা লি পরিবারের মুঠো আরও শক্ত করতে ঢেলে সাজা হচ্ছে স্যামসাং গোষ্ঠী। তার অঙ্গ হিসেবেই কর্ণধার লি কুন হি-র ছেলে জে ওয়াই লি-র হাতে বাড়তি শেয়ার তুলে দিচ্ছে তারা। মঙ্গলবার এই লক্ষ্যেই গোষ্ঠীর হোল্ডিং সংস্থা চেইল ইন্ডাস্ট্রিজ কিনে নিচ্ছে আর একটি শাখা স্যামসাং সি অ্যান্ড টি-কে। বস্তুত, স্যামসাং সি অ্যান্ড টি-র হাতেই রয়েছে গোষ্ঠীর মূল সংস্থা স্যামসাং ইলেকট্রনিক্সের অনেকটা শেয়ার মালিকানা।

Advertisement

সংবাদ সংস্থা

সোল শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০২:৩০
Share:

প্রতিষ্ঠাতা লি পরিবারের মুঠো আরও শক্ত করতে ঢেলে সাজা হচ্ছে স্যামসাং গোষ্ঠী। তার অঙ্গ হিসেবেই কর্ণধার লি কুন হি-র ছেলে জে ওয়াই লি-র হাতে বাড়তি শেয়ার তুলে দিচ্ছে তারা।

Advertisement

মঙ্গলবার এই লক্ষ্যেই গোষ্ঠীর হোল্ডিং সংস্থা চেইল ইন্ডাস্ট্রিজ কিনে নিচ্ছে আর একটি শাখা স্যামসাং সি অ্যান্ড টি-কে। বস্তুত, স্যামসাং সি অ্যান্ড টি-র হাতেই রয়েছে গোষ্ঠীর মূল সংস্থা স্যামসাং ইলেকট্রনিক্সের অনেকটা শেয়ার মালিকানা। সংস্থা জানিয়েছে, চেইলের রাশ রয়েছে গোষ্ঠীর উত্তরসূরি জে ওয়াই লি-র হাতেই। ফলে এই দুই সংস্থা মিশে গেলে পারস্পরিক শেয়ারহোল্ডিং-এর দৌলতে তাঁর হাতে চলে আসবে স্যামসাং ইলেকট্রনিক্সের নিয়ন্ত্রণও। প্রসঙ্গত, সংশ্লিষ্ট সূত্রের খবর, জে ওয়াই-এর হাতে মসৃণ ভাবে স্যামসাঙের রাশ অদূর ভবিষ্যতে তুলে দেওয়াই গোষ্ঠীর লক্ষ্য। এই মুহূর্তে স্যামসাং ইলেকট্রনিক্সে লি পরিবারের অংশীদারি ৫ শতাংশ, সংযুক্তির ফলে তা বাড়বে।

চেইল ৮০০ কোটি ডলারেরও বেশি মূল্যের নতুন শেয়ার লগ্নি করছে সি অ্যান্ড টি-তে। তারা মূলত ফ্যাশন, রিসর্ট ও কেটারিং ব্যবসায় যুক্ত। আর, সি অ্যান্ড টি নির্মাণে। সংযুক্তির পর যৌথ সংস্থার নাম হবে স্যামসাং সিঅ্যান্ডটি। প্রসঙ্গত, লি-কুন-হি এখন অসুস্থ হয়ে শয্যাশায়ী। তাই ক্ষমতার রাশ দ্রুত ছেলের হাতে দিতে চান তিনি। যার প্রস্তুতি হিসেবে কয়েক বছর ধরেই গোষ্ঠীর প্রধান শাখাগুলিকে কখনও মেশানো, কখনও ভেঙে দেওয়া কখনও বা শেয়ার বাজারে নথিবদ্ধ করা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন