ঝাঁপ বন্ধ বেস্‌কো-র

সাময়িক ভাবে ঝাঁপ বন্ধ হয়ে গেল ওয়াগন তৈরির সংস্থা বেস্‌কো-র। এর জেরে প্রায় ২০০ শ্রমিকের রুজি-রুটি অনিশ্চিত হয়ে পড়ল। সোমবারই ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর নোটিস ঝোলানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ০২:০৫
Share:

সাময়িক ভাবে ঝাঁপ বন্ধ হয়ে গেল ওয়াগন তৈরির সংস্থা বেস্‌কো-র। এর জেরে প্রায় ২০০ শ্রমিকের রুজি-রুটি অনিশ্চিত হয়ে পড়ল। সোমবারই ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর নোটিস ঝোলানো হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে খবর, মাস খানেক ধরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের একাংশের অসন্তোষ চলছিল। ডি এস অ্যাসোসিয়েটস নামে একটি ঠিকাদার সংস্থার শ্রমিকদের নিয়ে সমস্যার সূত্রপাত। শ্রমিকদের অভিযোগ, চুক্তি অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হচ্ছিল না। কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, অন্য কারখানায় বদলি করা নিয়ে সমস্যা শুরু হয়। কারখানার মালিক মধুসূদন তাঁতিয়া জানান, ২৫ জানুয়ারি থেকে কিছু শ্রমিক ধর্মঘট শুরু করেন। উৎপাদন থমকে যায়। এই পরিস্থিতিতে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন বলে তাঁর দাবি।

১৯৯৪ সাল থেকে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকায় বেস্‌কো-র এই কারখানা ওয়াগন তৈরি করে। সোমবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন কারখানা বন্ধ রাখার নোটিস। এর পরেই শুরু হয় বিক্ষোভ। সংস্থা কর্তৃপক্ষের অভিযোগ, এই প্রথম শ্রমিক অসন্তোষের ছায়া পড়ল কারখানায়। ১৯৪ জন শ্রমিক ও তাঁদের পরিবার এই কারখানার উপর নির্ভরশীল বলে জানান কর্মী সংগঠনের নেতারা। রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্যমন্ত্রী তথা আইএনটিটিইউসি নেতা সুব্রত মুখোপাধ্যায় জানান, তিন দিনের মধ্যে বিষয়টি নিয়ে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন