M&M Dividend

মহিন্দ্রার শেয়ারে লগ্নিকারীদের পোয়া বারো, ৫০৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল গাড়ি নির্মাণকারী সংস্থা

সোমবার, ৫ মে গত আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) শেষ ত্রৈমাসিকের (জানুয়ারি থেকে মার্চ) ফলাফল ঘোষণা করল মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। স্টকে লগ্নিকারীদের জন্য ৫০৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে গাড়ি নির্মাণকারী এই সংস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৭:৩২
Share:

—প্রতীকী ছবি।

মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার শেয়ারে লগ্নিকারীদের জন্য সুখবর। স্টক প্রতি ৫০৬ শতাংশ লভ্যাংশ পাবেন তাঁরা। সোমবার, ৫ মে সে কথা ঘোষণা করে দেশের অন্যতম বড় গাড়ি নির্মাণকারী এই সংস্থা। সংশ্লিষ্ট লভ্যাংশ প্রদানের দিন ধার্য হয়েছে ৪ জুলাই।

Advertisement

সোমবার, ৫ মে গত অর্থবর্ষের (পড়ুন ২০২৪-’২৫) শেষ ত্রৈমাসিকের (জানুয়ারি থেকে মার্চ) ফলাফল ঘোষণা করে মহিন্দ্রা। এর সঙ্গেই লভ্যাংশের কথা জানিয়ে দেওয়া হয়। গাড়ি নির্মাণকারী সংস্থাটির ঘোষণা অনুযায়ী, ৫ টাকা মূল্যের স্টক প্রতি ২৫.৩০ টাকা করে মিলবে লভ্যাংশ।

ব্রোকারেজ ফার্মগুলি জানিয়েছে, ২০০৩ সালের ২৬ জুন থেকে লগ্নিকারীদের মোট ২৪ বার লভ্যাংশ দিয়েছে মহিন্দ্রা। গত বছর শেয়ার প্রতি সংশ্লিষ্ট সংস্থাটির প্রদেয় লভ্যাংশের অঙ্ক ছিল ২১.১০ টাকা। এ বছর আরও বেশি টাকা মেলায় বিনিয়োগকারীদের যে মুখের হাসি চওড়া হয়েছে, তা বলাই বাহুল্য।

Advertisement

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে বছর থেকে বছরের হিসাবে ১৯.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে মহিন্দ্রার মোট মুনাফা। টাকার অঙ্কে এর পরিমাণ ৩,২৯৫.১০ কোটি। সংস্থাটির পরিচালনা থেকে আয় বেড়ে দাঁড়িয়েছে ২০.৪ শতাংশ। সেটা ৪২,৫৮৫.৬৭ কোটি টাকা বলে জানা গিয়েছে।

বিশ্লেষকদের দাবি, গাড়ি এবং কৃষির সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে পেরেছে মহিন্দ্রা। সংস্থাটির রাজস্ব ১৫ শতাংশ এবং মুনাফা ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া আর্থিক পরিষেবা খাতের সম্পত্তি বেড়েছে ১৭ শতাংশ।

এ দিন বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় ৩,০২৪ টাকায় দাঁড়িয়ে রয়েছে মহিন্দ্রার শেয়ার। ৯৭.৮০ টাকা বেড়েছে এই স্টকের দাম। অর্থাৎ, এতে ৩.৩৪ শতাংশের ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। সোমবার, ২৯৪৯ টাকায় খোলে মহিন্দ্রার স্টক। দিনের মধ্যে সর্বোচ্চ সূচক উঠেছিল ৩,০৪৪ টাকায়।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement