পাট চাষে দক্ষতা বাড়ানোর প্রকল্প বহাল

উৎপাদন বাড়ানোর পাশাপাশি পাট চাষে দক্ষতা বাড়াতে বছর দু’য়েক আগে হাতে নেওয়া প্রকল্প ‘জুট-আইকেয়ার’ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র মন্ত্রক। যেটি ২০১৫ সালে চালুর পরে সমন্বয়ের অভাবে তেমন সাফল্যের মুখ দেখেনি বলে পাটশিল্পের একাংশের অভিযোগ।

Advertisement

পিনাকী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০৩:১১
Share:

উৎপাদন বাড়ানোর পাশাপাশি পাট চাষে দক্ষতা বাড়াতে বছর দু’য়েক আগে হাতে নেওয়া প্রকল্প ‘জুট-আইকেয়ার’ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র মন্ত্রক। যেটি ২০১৫ সালে চালুর পরে সমন্বয়ের অভাবে তেমন সাফল্যের মুখ দেখেনি বলে পাটশিল্পের একাংশের অভিযোগ। সংশ্লিষ্ট সূত্রে খবর, এ বার প্রথম দফায় নতুন করে এর কাজ শুরু হবে পশ্চিমবঙ্গ-সহ পূর্বের রাজ্যগুলিতে।

Advertisement

এই প্রকল্পে জাতীয় পাট পর্ষদ ও ভারতীয় পাট নিগম যৌথ উদ্যোগে প্রায় ৫৫ হাজার চাষিকে প্রশিক্ষণের সঙ্গে দেবে প্রযুক্তিগত পরামর্শ। জোগানো হবে ৫০% ভর্তুকিতে উন্নত মানের পরীক্ষিত বীজ। পরিকল্পনা আছে পাট পচানোর সময় এখনকার ২০-২২ দিন থেকে অন্তত ১০-১২ দিনে নামানোরও। বস্ত্র মন্ত্রকের লক্ষ্য, পাটের মানোন্নয়ন। তাই কৃষি মন্ত্রকের সঙ্গে যৌথ বৈঠকে তারা প্রকল্প বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

লক্ষ্য

Advertisement

• চাষিদের প্রশিক্ষণ

• প্রযুক্তিগত পরামর্শ

• ভর্তুকিতে পরীক্ষিত বীজের জোগান

• পাট পচানোর সময় কমানো

• উৎপাদন বাড়ানো

• মানের উন্নতি

শিল্পের দাবি, দেশে পাট উৎপাদনের ৬০-৭০% নিম্নমানের। এ জন্য দায়ী খারাপ বীজ, জলের অভাব ইত্যাদি। যে কারণে পরীক্ষিত বীজ সরবরাহ ও পাট পচানোর সময় ছাঁটাতে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইন্ডিয়া জুট মিলস অ্যাসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়ার দাবি, হুগলির আস্তারা গ্রামে পাট চাষিদের নিয়ে কাজ শুরু করেছেন। তবে বড় পুঁজি ও কেন্দ্রের আরও সাহায্য জরুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন