এই মাসেই ফের নিলামে উঠবে মাল্যের সম্পত্তি

অগস্টেই বিজয় মাল্যের কিংগ্‌ফিশার এয়ারলাইন্সের বন্ধক রাখা সম্পত্তি ফের নিলামের প্রক্রিয়া শুরু করবে পরিষেবা কর দফতর ও ঋণদাতা ব্যাঙ্কগুলি। সব মিলিয়ে যার দাম ৭০০ কোটি টাকার বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ০৩:৩২
Share:

অগস্টেই বিজয় মাল্যের কিংগ্‌ফিশার এয়ারলাইন্সের বন্ধক রাখা সম্পত্তি ফের নিলামের প্রক্রিয়া শুরু করবে পরিষেবা কর দফতর ও ঋণদাতা ব্যাঙ্কগুলি। সব মিলিয়ে যার দাম ৭০০ কোটি টাকার বেশি। এগুলির মধ্যে রয়েছে মুম্বইয়ে কিংগ্‌ফিশার হাউজ ও তার ভিতরে থাকা আসবাবপত্র, বিমান সংস্থাটির বিভিন্ন লোগো ও ট্রেডমার্ক, মাল্যের নিজস্ব বিমান, গোয়ায় কিংগ্‌ফিশার ভিলা ইত্যাদি। এর আগে ঋণের টাকা উদ্ধার করতে সেগুলিকে নিলামে বিক্রির চেষ্টা হলেও, তেমন সাড়া মেলেনি। তাই এই দফায় ন্যূনতম দর কমিয়ে নিলামে তোলা হবে।

Advertisement

এ দিকে, ২০১২ সালে ইউনাইটেড স্পিরিটস (ইউএসএল) কিনতে মাল্যের সঙ্গে করা চুক্তি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ডিয়াজিও। সেবি মনে করছে, ইউএসএল অধিগ্রহণের অঙ্গ হিসেবে খোলা বাজার থেকে সংস্থার শেয়ার কেনার সময় মাল্যের সঙ্গে করা চুক্তির বেশ কিছু অংশ সামনে আনেনি তারা। সংশ্লিষ্ট সূত্রে খবর, এ ক্ষেত্রে ইউএসএলের সংখ্যালঘু লগ্নিকারীদের স্বার্থ রক্ষার জন্য তাঁদের বাড়তি অর্থ বরাদ্দ করতে ডিয়াজিওকে নির্দেশ দিতে পারে তারা। তবে এই অভিযোগ উড়িয়েছে ডিয়াজিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement