লগ্নি টানতে বিদেশে মমতা

রাজ্যে বিনিয়োগের জন্য জার্মানি ও ইতালিতে বৈঠক করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৩
Share:

দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

রাজ্যে বিনিয়োগের জন্য জার্মানি ও ইতালিতে বৈঠক করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জার্মানি সফরে যাওয়ার আগে রবিবার কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা যে বিশ্ব বাংলা বিজনেস কনক্লেভ করছি, সেখানে প্রতি বছর ৩৫-৪০টি দেশের প্রতিনিধিরা আসেন।

Advertisement

তাঁদের প্রত্যেকেই আমন্ত্রণ করে যান। কিন্তু সব দেশে যাওয়া সম্ভব হয় না। জার্মানি ও ইতালি খুব কাছাকাছি। তাই এ বার দু’টি দেশেই যাওয়া হচ্ছে।’’ ওই দুই দেশের বণিক মহলের কাছে রাজ্যে বিনিয়োগের আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা আরও জানান, এখনও বহু দেশের আমন্ত্রণ রয়েছে। সময়ের অভাবে যাওয়া হয় না। তাই প্রতি বছর একটি দেশকে বেছে নিয়ে সফরের পরিকল্পনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement