Babsayi Sammelan 2025

থাকবেন মুখ্যমন্ত্রী, ‘ব্যবসায়ী সম্মেলন’-এ থাকবেন প্রায় ১২০০ ব্যবসায়ী

ছোট, মাঝারি ও বড় প্রায় ১২,০০০ ব‍্যবসায়ী অংশ নিতে পারেন বলে দাবি উদ‍্যোক্তা সংগঠন কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:০৪
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা-সহ সারা রাজ্যের ব‍্যবসায়ীদের উপস্থিতিতে আজ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে চলেছে ‘ব‍্যবসায়ী সম্মেলন’। উপস্থিত থাকবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের সম্মেলনে সম্ভবত পশ্চিমবঙ্গে এই প্রথম। ছোট, মাঝারি ও বড় প্রায় ১২,০০০ ব‍্যবসায়ী অংশ নিতে পারেন বলে দাবি উদ‍্যোক্তা সংগঠন কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের। তারা জানাচ্ছে, রাজ্যের আর্থিক উন্নয়নে ব‍্যবসায়ীরা বড় অবদান রাখেন। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরা হবে। অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শিত হবে রাজ‍্যের ৩২টি জিআই পণ‍্যও।

উল্লেখ‍্য, আগামিকাল কলকাতায় রাজ্যের তরফে একটি শিল্প সম্মেলনের আয়োজনও করা হয়েছে। উপস্থিত থাকবেন রাজ্য তথা দেশের শিল্পকর্তারা। পশ্চিমবঙ্গে এত দিনে কত বিনিয়োগের প্রস্তাব এসেছে, কতটা বাস্তবায়িত হয়েছে, এখানকার লগ্নির পরিবেশ কেমন এ সবই তুলে ধরবে রাজ্য এবং শিল্পমহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন