GIG Workers

সরবরাহ এক কোটিরও বেশি পণ্যের, গিগ কর্মীদের ধর্মঘট প্রভাবহীন

ধর্মঘটী ইউনিয়নের হুঁশিয়ারি, তাদের আন্দোলন দু’দিনে শেষ হয়ে যাচ্ছে না। মজুরি বৃদ্ধি, সামজিক সুরক্ষার মতো অধিকারের দাবিতে ভবিষ্যতেও আন্দোলন চলবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৬:৩৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

গত ২৫ ডিসেম্বর পরিষেবা কিছুটা ধাক্কা খেলেও বর্ষবরণে সরবরাহ কর্মীদের (গিগ কর্মী) ধর্মঘট তেমন প্রভাব ফেলতে পারল না। সুইগি, জ়োম্যাটোর মতো খাবার ও পণ্য সরবরাহের অ্যাপ নির্ভর সংস্থাগুলির দাবি, এক দিনে এক কোটির বেশি অর্ডার সরবরাহ করেছে তারা। যা নজিরবিহীন। পরিষেবা স্বাভাবিক রাখতে ৩১ ডিসেম্বর কমিশন বাড়িয়েছিল সংস্থাগুলি। কর্মীরা তাতে সাড়া দিয়েছেন বলে বক্তব্য তাদের।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে জ়োম্যাটো ও ব্লিঙ্কিটের কর্ণধার দীপেন্দ্র গয়ালের দাবি, ধর্মঘটের আহ্বান সরিয়ে দেশজুড়ে ৭৫ লক্ষের বেশি সরবরাহ হয়েছে। এ জন‍্য স্থানীয় প্রশাসন ও সরবরাহ কর্মীদের ধন‍্যবাদ জানিয়েছেন তিনি। ম‍্যাজিকপিনের সিইও অংশু শর্মার বক্তব্য, ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি। সুইগি তথ‍্য অনুযায়ী, ৩১ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার মধ‍্যে সওয়া ২ লক্ষ বিরিয়ানি সরবরাহ হয়েছে। রাত সাড়ে ৮টার মধ্যে সরবরাহ হয়েছে ২.১৮ লক্ষ পিৎজ়া এবং ২.১৬ লক্ষ বার্গার।

ধর্মঘটী ইউনিয়নের হুঁশিয়ারি, তাদের আন্দোলন দু’দিনে শেষ হয়ে যাচ্ছে না। মজুরি বৃদ্ধি, সামজিক সুরক্ষার মতো অধিকারের দাবিতে ভবিষ্যতেও আন্দোলন চলবে। তবে ২৫ ডিসেম্বরের তুলনায় ধর্মঘটের প্রভাব বর্ষবরণে যে কম ছিল সে কথা আন্দোলনকারীরাও স্বীকার করে নিয়েছেন। দীপেন্দ্রের আবার অভিযোগ, কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ পূরণের উদ্দেশ্যে পরিষেবা বিপর্যস্ত করতে চেয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন