খনির মূল্যায়ন নিয়ে তালিকা ডিসেম্বরেই

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই খনিগুলির মূল্যায়ন করে একটি তালিকা তৈরি হয়ে যাবে বলে জানাল কেন্দ্র। বুধবার কলকাতায় বণিকসভা সিআইআইয়ের আইএমএমই অ্যান্ড গ্লোবাল মাইনিং সামিট ২০১৬-র অনুষ্ঠানে এ কথা জানান খনি সচিব বলবিন্দর কুমার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ০২:৪৬
Share:

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই খনিগুলির মূল্যায়ন করে একটি তালিকা তৈরি হয়ে যাবে বলে জানাল কেন্দ্র। বুধবার কলকাতায় বণিকসভা সিআইআইয়ের আইএমএমই অ্যান্ড গ্লোবাল মাইনিং সামিট ২০১৬-র অনুষ্ঠানে এ কথা জানান খনি সচিব বলবিন্দর কুমার।

Advertisement

তিনি বলেন, ইতিমধ্যেই ৯টি রাজ্যে ৫৫টি খনির ১৭টি নিলাম থেকে ৭০ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে কেন্দ্র। আগামী দিনে আরও ৪৭ হাজার কোটি ঘরে আসবে বলে মনে করছে তারা। বেআইনি খনন রুখতে উপগ্রহের মাধ্যমে নজরদারির ব্যবস্থাও চালু করা হয়েছে বলে জানান কুমার।

এ দিন পশ্চিমবঙ্গে খনি শিল্পে লগ্নি করতে বিনিয়োগকারীদের আহ্বান জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। বিশেষ করে বীরভূমে দেউচা-পাচামি কয়লা ব্লকের সম্ভাবনার কথা উঠে আসে তাঁর কথায়।

Advertisement

তবে অনুষ্ঠানের ফাঁকে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের সমালোচনাও করেছেন তিনি। অমিতবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলছেন কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে হাজার কোটি টাকার লোকসান হচ্ছে। মাছ, সব্জি নষ্ট হচ্ছে। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন