Piyush Goyal

আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি কি অতীত? ভারতের উপর আস্থা রাখতে বললেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য চুক্তির খুঁটিনাটি বিষয়গুলি গণমাধ্যমের সামনে নয়, বরং রুদ্ধদ্বার কক্ষে আলোচনা হবে।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৯:২২
Share:

বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। ফাইল চিত্র।

ভারতের উপরে আস্থা রাখার আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করার কারণেই ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তিটি বাস্তবায়িত হতে পারেনি, এই জল্পনা শনিবার দৃঢ় ভাবে প্রত্যাখ্যান করে বিদেশ মন্ত্রক। ওয়াশিংটন অন্যান্য দেশের সঙ্গে আলোচনা এগিয়ে গেলেও ভারতের সঙ্গে তা ব্যর্থ হয়েছে, আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিকের এই মন্তব্যের জবাবে রবিবার গয়াল বলেন, ‘‘মাতৃভূমির উপরে ভরসা রাখুন, বিদেশের বিবৃতিকে নয়।’’ তিনি আরও বলেন, ‘‘বাণিজ্য চুক্তির খুঁটিনাটি বিষয়গুলি গণমাধ্যমের সামনে নয়, বরং রুদ্ধদ্বার কক্ষে আলোচনা হবে। লাটনিক বলেন, যে ট্রাম্প বাণিজ্য চুক্তিগুলিকে সিঁড়ির মতো দেখেন এবং প্রথম ধাপটি সেরা চুক্তিটি পায়।’’ আলোচনা সম্পর্কে এই বর্ণনাকে ‘ঠিক নয়’, দাবি বিদেশ মন্ত্রকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন