তেজি হয়ে উঠল শেয়ার বাজার, বাড়ল টাকার দাম

হঠাৎই তেজি হয়ে উঠল শেয়ার বাজার। শুক্রবার এক লাফে সেনসেক্স ৪০১ পয়েন্টেরও বেশি বেড়ে গিয়েছে। ২৪৮৭০.৬৯ অঙ্কে উঠে এসেছে সূচক।শেয়ারের পাশাপাশি এই দিন বেড়েছে টাকার দামও

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৬ ১৯:২৫
Share:

হঠাৎই তেজি হয়ে উঠল শেয়ার বাজার। শুক্রবার এক লাফে সেনসেক্স ৪০১ পয়েন্টেরও বেশি বেড়ে গিয়েছে। ২৪৮৭০.৬৯ অঙ্কে উঠে এসেছে সূচক।

Advertisement

শেয়ারের পাশাপাশি এই দিন বেড়েছে টাকার দামও। ডলারের সাপেক্ষে টাকার দাম ৩৪ পয়সা বেড়ে যাওয়ার ফলে বিদেশি মুদ্রার বাজার বন্ধের শেষ বেলায় প্রতি ডলারের দাম এসে দাঁড়িয়েছে ৬৭.৮৯ টাকা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এই দিন বেশ কিছুটা বেড়েছে। উচ্চ মানের পেট্রোলিয়াম ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ৩৪.২৪ ডলারে উঠে গিয়েছে। তেলের দাম বেড়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে মূলধনী বাজার খুশি। আর এর জেরেই এই দিন এশিয়ার প্রায় সব শেয়ার বাজারেই সূচকের মুখ ছিল উপরের দিকে। এরই প্রভাব ভারতের শেয়ার বাজারেও পড়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Advertisement

তেলের দাম বৃদ্ধি ছাড়াও আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ আপাতত সুদের হার আর বাড়াবে না বলে মনে করছে শেয়ার বাজার মহল। বাজার তেজি হওয়ার ক্ষেত্রে এই বিষয়টিও রসদ জুগিয়েছে।

তবে এই দিন শেয়ার বাজার উঠলেও বাজারের অনিশ্চয়তা এখনই কাটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement