শিল্পের সামনেও স্বপ্ন ফেরি ২০২২-এর

যে-সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আগের বার দিল্লি দখল সম্ভব হয়েছিল, তার ধারেকাছেও পৌঁছনো যায়নি এখনও। দেশ জুড়ে চাষিদের আত্মহত্যা চলছেই। গতি কমেছে বৃদ্ধির চাকায়। কাজের সুযোগ তৈরি করা যায়নি সে ভাবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ০১:৫৯
Share:

বার্তা: সভায় মোদী। ছবি: পিটিআই ।

নবীন শিল্পোদ্যোগীদের উন্নয়নের সৈনিক হওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, দেশের আমদানি নির্ভরতা কমাতে শপথ নেওয়ার কথা। রাস্তা খুঁজতে বললেন নগদ লেনদেনের পরিমাণ কমানোরও। সব মিলিয়ে, এ বার শিল্পের আগামী প্রজন্মের সামনেও ২০২২-এর স্বপ্ন ফেরি করলেন তিনি।

Advertisement

যে-সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আগের বার দিল্লি দখল সম্ভব হয়েছিল, তার ধারেকাছেও পৌঁছনো যায়নি এখনও। দেশ জুড়ে চাষিদের আত্মহত্যা চলছেই। গতি কমেছে বৃদ্ধির চাকায়। কাজের সুযোগ তৈরি করা যায়নি সে ভাবে। এই পরিস্থিতিতে অর্থনীতি ও কর্মসংস্থানের পালে হাওয়া ফেরাতে এ বার শিল্পমহলের দিকে বেশি করে ঝুঁকছেন প্রধানমন্ত্রী। সরাসরি শিল্পমহলের কাছেই জানতে চাইছেন, অর্থনীতির হাল ফেরাতে কী করা জরুরি। গত সপ্তাহে নীতি আয়োগে তিনি প্রায় ২০০ জন তরুণ সিইও, উদ্যোগপতির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবারও নীতি আয়োগের ‘চ্যাম্পিয়ন্স অব চেঞ্জ’-এর মঞ্চে ফের প্রায় ২০০ জন নতুন প্রজন্মের শিল্পপতি ও স্টার্ট-আপ কর্ণধারের উদ্দেশে বক্তব্য রাখলেন তিনি।

সেখানে মোদীর আহ্বান, ‘‘রফতানিযোগ্য কৃষিপণ্যের দিকে ঝোঁকা জরুরি। কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে পর্যটনে উদ্ভাবনী চিন্তাভাবনা। আগে দরকার তার উপযুক্ত পরিকাঠামো।’’ ২০২২ সালের মধ্যে দেশের আমদানি নির্ভরতা কমানোর ডাক দিয়েছেন তিনি। তার মধ্যে রাশ টানার উপায় খুঁজতে বলেছেন নগদ লেনদেনে। সব মিলিয়ে, ২০২২ সালের মধ্যে নতুন ভারত গড়ার যে-স্বপ্ন মোদী নাগাড়ে ফেরি করে চলেছেন, তা এ দিন নতুন শিল্পোদ্যোগীদের সামনেও তুলে ধরেছেন তিনি।

Advertisement

‘নতুন ভারত’ গড়ার রাস্তা এখন শিল্পপতিদের কাছেও খুঁজছেন মোদী। জোর দিচ্ছেন ‘মেক ইন ইন্ডিয়া’, বিশ্বমানের পরিকাঠামো নির্মাণ, সংস্কার ইত্যাদিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন