ঋণে সুদ ছাঁটল আরও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে দেওয়া ঋণে সুদ (এমসিএলআর) কমাল আরও দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক— ব্যাঙ্ক অব বরোদা (বিওবি) ও এলাহাবাদ ব্যাঙ্ক। এক বছরের এমসিএলআর-এর ভিত্তিতে স্থির হয় ব্যাঙ্কের গৃহঋণের সুদ। বিওবি-র এই এমসিএলআর কমে হয়েছে ৮.৩৫%।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৭ ০২:১৭
Share:

তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে দেওয়া ঋণে সুদ (এমসিএলআর) কমাল আরও দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক— ব্যাঙ্ক অব বরোদা (বিওবি) ও এলাহাবাদ ব্যাঙ্ক।

Advertisement

এক বছরের এমসিএলআর-এর ভিত্তিতে স্থির হয় ব্যাঙ্কের গৃহঋণের সুদ। বিওবি-র এই এমসিএলআর কমে হয়েছে ৮.৩৫%। ফলে গৃহঋণও ৭০ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮.৩৫%। তাদের দাবি, এটাই বাজারে গৃহঋণে সব থেকে কম সুদ। যা মিলবে গ্রাহকের সিবিল স্কোর (ঋণ পাওয়ার যোগ্যতা) ৭৬০ বা তার উপরে থাকলে। এলাহাবাদ ব্যাঙ্কেও এক বছরের এমসিএলআর ৮৫ বেসিস পয়েন্ট কমে হয়েছে ৮.৬০%। ফলে এর সঙ্গে যুক্ত গৃহ, গাড়ি ও অন্যান্য ঋণে সুদ কমেছে তাদেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement