এনবিসিসি-র ১৫% শেয়ার বিক্রি আজ থেকে

রাষ্ট্রায়ত্ত নির্মাণ সংস্থা এনবিসিসি-র ১৫% শেয়ার বিক্রি শুরু হচ্ছে আগামী কাল। ন্যূনতম দর বেঁধে দেওয়া হয়েছে শেয়ার প্রতি ২৪৬.৫০ টাকায়, যা বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে বাজার বন্ধের সময়ের দরের (২৫৩ টাকা) তুলনায় ২.৬% কম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০১:৪৪
Share:

রাষ্ট্রায়ত্ত নির্মাণ সংস্থা এনবিসিসি-র ১৫% শেয়ার বিক্রি শুরু হচ্ছে আগামী কাল। ন্যূনতম দর বেঁধে দেওয়া হয়েছে শেয়ার প্রতি ২৪৬.৫০ টাকায়, যা বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে বাজার বন্ধের সময়ের দরের (২৫৩ টাকা) তুলনায় ২.৬% কম। এই দফায় সংস্থার বিলগ্নিকরণের লক্ষ্য বাজার থেকে ২২০০ কোটি টাকা সংগ্রহ করা।

Advertisement

দু’দিনের শেয়ার বিক্রিতে আগামী কাল শেয়ার কিনতে পারবে বিভিন্ন সংস্থা। পরের দিন শুক্রবার খুচরো লগ্নিকারীরা বাজারে পা রাখতে পারবেন। তাঁদের জন্য আলাদা করে রাখা হয়েছে বিক্রির জন্য নির্ধারিত শেয়ারের ২০%।

এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে এনবিসিসি-র ৯০ শতাংশ শেয়ার। প্রথম বার সংস্থা বাজারে ১০ শতাংশ শেয়ার ছেড়েছিল ২০১২ সালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement