সহারা ফিনান্সিয়ালের এনবিএফসি নথিভুক্তি বাতিল

যত দিন যাচ্ছে একের পর এক সমস্যা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে সহারাকে। যে-তালিকায় এ বারের নতুন সংযোজন ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) হিসেবে তাদের গোষ্ঠীর সংস্থা, সহারা ইন্ডিয়া ফিনান্সিয়াল কর্পোরেশনের নথিভুক্তি (রেজিস্ট্রেশন) বাতিল হওয়া।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৭
Share:

সুব্রত রায়

যত দিন যাচ্ছে একের পর এক সমস্যা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে সহারাকে। যে-তালিকায় এ বারের নতুন সংযোজন ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) হিসেবে তাদের গোষ্ঠীর সংস্থা, সহারা ইন্ডিয়া ফিনান্সিয়াল কর্পোরেশনের নথিভুক্তি (রেজিস্ট্রেশন) বাতিল হওয়া।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্ক সোমবার এক বিবৃতি জারি করে জানিয়েছে, লখনউয়ে সদর দফতর থাকা সহারার এনবিএফসি-র ওই রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে তারা। যা কার্যকর বলে ধরা হবে গত ৩ সেপ্টেম্বর থেকেই। যে-কারণে এ বার থেকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আইন অনুযায়ী, এনবিএফসি হিসেবে আর ব্যবসায়িক কাজকর্ম চালাতে পারবে না তারা। করতে পারবে না কোনও আর্থিক লেনদেনও। প্রসঙ্গত, ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে এনবিএফসি হিসেবে নথিভুক্ত হয়েছিল সহারা ইন্ডিয়া ফিনান্সিয়াল কর্পোরেশন।

উল্লেখ্য, প্রায় দেড় বছর হতে চলল বাজার থেকে বেআইনি ভাবে তোলা কয়েক হাজার কোটি টাকা লগ্নিকারীদের ফেরত না-দেওয়া নিয়ে সেবির সঙ্গে এক মামলায় তিহাড় জেলে বিচারাধীন বন্দি সহারা-কর্তা সুব্রত রায়। জামিনে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজনীয় পুরো টাকার বন্দোবস্ত এখনও করে উঠতে পারেননি তিনি। আর এই পরিস্থিতিতে সহারার একের পর এক সংস্থার উপর এসে পড়ছে বিভিন্ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কোপ।

Advertisement

এর আগে গত জুলাইয়ে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি বাতিল করে দিয়েছিল সহারা মিউচুয়াল ফান্ডের লাইসেন্স। নিজেদের নির্দেশের পক্ষে তারা সংস্থাটির ওই ব্যবসা করার যোগ্যতা হারানোর কারণ দর্শিয়েছিল। সে ক্ষেত্রে সহারা মিউচুয়াল ফান্ডের ব্যবসা অন্য ফান্ড সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় সেবি। এর পাশাপাশি, সহারার আরও একটি সংস্থার পোর্টফোলিও ম্যানেজার হিসাবে কাজ করার ছাড়পত্রও বাতিল করে দিয়েছে সেবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন