বৈদ্যুতিক গাড়ি নিয়ে নীতি চায় আয়োগ

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার অবশ্য আলাদা নীতি তৈরির পক্ষেই সওয়াল করেছেন। তিনি বলেন, ‘‘নীতি আয়োগই এ ব্যাপারে সবচেয়ে দক্ষ। এই নীতির মূল চালিকাশক্তি দ্রুত স্থির হয়ে যাবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ০৩:৩৩
Share:

বৈদ্যুতিক গাড়ির জন্য নির্দিষ্ট নীতি জরুরি। এবং নীতি আয়োগ তা তৈরি করতে সক্ষম।

Advertisement

সম্প্রতি কেন্দ্রের মন্ত্রীরা ভারতে বৈদ্যুতিক গাড়ির উপর জোর দেওয়ার পর থেকে এ নিয়ে বিতর্ক চলছে। ভারত আদৌ কতটা প্রস্তুত, কী কী প্রতিবন্ধকতা রয়েছে, এ নিয়ে সরকারের নীতি কী, তা নিয়েই চর্চা চলছে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার অবশ্য আলাদা নীতি তৈরির পক্ষেই সওয়াল করেছেন। তিনি বলেন, ‘‘নীতি আয়োগই এ ব্যাপারে সবচেয়ে দক্ষ। এই নীতির মূল চালিকাশক্তি দ্রুত স্থির হয়ে যাবে।’’

তাঁর দাবি, ‘‘ভারত গাড়ি তৈরিতে দক্ষ। সফটওয়্যার তৈরিতেও সারা দুনিয়ায় এগিয়ে ভারত। ফলে আধুনিক ও বৈদ্যুতিক গাড়ি তৈরিও এই দেশের পক্ষে সহজ।’’

Advertisement

শিল্পমহলও নির্দিষ্ট নীতির পক্ষে। তাদের মতে, বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রযুক্তি, পরিকাঠামো-সহ উপযুক্ত পরিবেশ প্রায় নতুন করে গড়তে হবে। তাই আলাদা নীতির এই দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন