রফতানি সংস্থাকে রিফান্ডে নয়া ব্যবস্থা

পরিবহণ খাতে আগে মেটানো অর্থ ও অন্যান্য কর রফতানিকারকীদের ফেরত দেওয়ার জন্য নতুন ব্যবস্থা আনল কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ০২:১১
Share:

পরিবহণ খাতে আগে মেটানো অর্থ ও অন্যান্য কর রফতানিকারকীদের ফেরত দেওয়ার জন্য নতুন ব্যবস্থা আনল কেন্দ্র।

Advertisement

জিএসটি নেটওয়ার্ক-এর পক্ষ থেকে রবিবার জানানো হয়েছে, রফতানি সংস্থাকে এই রিফান্ড-এর দাবি জানানোর সুবিধা করে দিতে জিএসটিআর-১ ফর্মে আলাদা একটি সারণি টেব্‌ল ৬এ যোগ করা হয়েছে। রফতানিকারী সংস্থা পণ্য পাঠানোর সময়ে কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে যে শিপিং বিল হাতে পায়, তার ভিত্তিতেই ওই সারণিতে আগে মেটানো কর সংক্রান্ত তথ্য দাখিল করা যাবে। এর আগে সংক্ষিপ্ত জিএসটিআর ৩বি ফর্মে রফতানিতকারীরা যে-সব তথ্য দিয়েছেন, সেগুলিও কাজে লাগানো যাবে। উল্লেখ্য, অগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে বহু করদাতাই ওই সংক্ষিপ্ত ফর্মে কর জমা দিয়েছেন।

রিফান্ডের টাকা রফতানিকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে, কিংবা তাঁদের চেক ইস্যু করা হবে।

Advertisement

ব্যবসায়ীদের গুরুত্ব দিতে: কেন্দ্রের জিএসটি সংক্রান্ত কমিটির সদস্য হিসেবে মনোনীত হলেন ব্যবসায়ী সংগঠন দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স বা সিএআইটি-র প্রতিনিধি প্রবীণ খান্ডেলওয়াল। ব্যবসায়ী মহলকে গুরুত্ব দিতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। অর্থমন্ত্রী অরুণ জেটলি অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন: সেন্টার ফর লিগাল পলিসি-র রিসার্চ ডিরেক্টর অর্ঘ্য সেনগুপ্ত, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিনোদ জৈন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্টস অর্গানাইজেশনের সিইও অজয় সহায়, লঘু উদ্যোগ ভারতীর প্রেসিডেন্ট ওম প্রকাশ মিত্তল। আহ্বায়ক হিসেবে আছেন কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের অবসরপ্রাপ্ত চিফ কমিশনার গৌতম রায়। জিএসটি আইনের নানা রদবদল খতিয়ে দেখে তারা রিপোর্ট দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন