UPI New Rule

মনে রাখতে হবে না পিন, মুখ দেখলেই শুরু হবে লেনদেন! ইউপিআইতে এ বার বায়োমেট্রিক লেনদেন চালু করছে কেন্দ্র?

‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআই-কে আরও সহজ করতে এ বার বায়োমেট্রিক পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। সেটি চালু হলে পিন ছাড়াই করা যাবে ডিজিটাল লেনদেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১৬:৩৬
Share:

প্রতীকী ছবি।

আর পিন দিয়ে ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআই লেনদেন নয়। আগামী দিনে বায়োমেট্রিক পদ্ধতিতে টাকা দিতে পারবেন গ্রাহক। ইতিমধ্যেই যা চালু করতে কোমর বেঁধে লেগে পড়েছে ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ বা এনপিসিআই। সূত্রের খবর, নতুন ব্যবস্থায় মুখমণ্ডলগত পরিচয় এবং আঙুলের ছাপে করা যাবে আর্থিক লেনদেন। যদিও তা কবে থেকে চালু হবে, সেটা এখনও জানা যায়নি।

Advertisement

বর্তমানে ইউপিআই ব্যবহারের সময়ে গ্রাহককে চার বা ছ’নম্বরে একটি পিন লিখতে হয়। লেনদেনের চলাকালীন কোনও অবস্থাতেই সেটি ভুলে গেলে চলবে না। কিন্তু মোক্ষম সময়ে পিন ভুলে যাওয়ার কারণে বহু বার সমস্যার মুখে পড়েছেন ব্যবহারকারীদের একাংশ। তাঁদের কথা মাথায় রেখেই এই ডিজিটাল পদ্ধতি চালু করছে ইউপিআই। পরিষেবার মান উন্নত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্পষ্ট করেছে এনপিসিআই।

বর্তমানে স্মার্টফোনকে আনলক করতে অনেকে আঙুলের ছাপ বা মুখমণ্ডলগত পরিচয় ব্যবহার করে থাকেন। সূত্রের খবর, এই ডিজিটাল ব্যবস্থাকেই ইউপিআইয়ের সঙ্গে জুড়ে নিতে চাইছে কেন্দ্র। এনপিসিআইয়ের দাবি, নতুন পদ্ধতি চালু হলে ইউপিআইয়ের অ্যাকাউন্টে ঢোকা হ্যাকারদের পক্ষে খুবই কঠিন হবে। পাশাপাশি লেনদেন হবে আরও বেশি সহজ এবং গতিশীল।

Advertisement

তাৎপর্যপূর্ণ বিষয় হল, পেটিএম, গুগ‌্ল পে এবং ফোনপে-র মতো অ্যাপগুলিতে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের সুযোগ রয়েছে। সেখানে এ বার মুখমণ্ডলগত পরিচয় এবং আঙুলের ছাপের বিকল্প চালু করবে তারা। তবে এ ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। ইউপিআই ব্যবহারকারীর ফোন হারিয়ে গেলে তাঁর ব্যাঙ্ক আকাউন্টে উঁকিঝুঁকি মারার সুযোগ পেয়ে যেতে পারেন সাইবার অপরাধীরা। আর তাই ডিজিটাল পদ্ধতি চালু করার আগে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার কথা বলেছেন বিশ্লেষকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement