Essential Commodities

গ্রাম স্বচ্ছন্দ ছোট প্যাকেটে, জানাল সমীক্ষা

ভারতে নিয়েলসনের এমডি সতীশ পিল্লাইয়ের দাবি, গত বছরের তুলনায় মূল্যবৃদ্ধি মাথা নামিয়েছে। কিছুটা কমেছে বেকারত্ব। রান্নার গ্যাসের দামও কমেছে আগের থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ০৬:৪৪
Share:

—প্রতীকী চিত্র।

বিক্রি ধাক্কা খেয়েছিল দাম বাড়ায়। তবে চড়া দামের কারণেই লাভের নিরিখে বেশি অর্থ ঘরে তুলেছিল তেল-সাবান-শ্যাম্পু-বিস্কুটের মতো স্বল্পমেয়াদি ভোগ্যপণ্যের সংস্থাগুলি। নিয়েলসন-আইকিউয়ের সমীক্ষা জানাল, জুলাই-সেপ্টেম্বর বিক্রি ৮.৬% বেড়েছে। কিন্তু টাকার অঙ্কে বৃদ্ধি আগের ত্রৈমাসিকের থেকে কমে হয়েছে ৯%।

Advertisement

দৈনন্দিন প্রায় সব পণ্যের দাম বাড়ায় সাধারণ আয়ের বহু মানুষ সেগুলির ছোট প্যাকেট কিনছিলেন। সমীক্ষা বলছে, জুলাই-সেপ্টেম্বরে শহরগুলিতে বড় প্যাকেটের চাহিদা বেড়েছে। তবে এখনও গ্রামাঞ্চলে ছোট প্যাকেটই বিকোচ্ছে বেশি। ভারতে নিয়েলসনের এমডি সতীশ পিল্লাইয়ের দাবি, গত বছরের তুলনায় মূল্যবৃদ্ধি মাথা নামিয়েছে। কিছুটা কমেছে বেকারত্ব। রান্নার গ্যাসের দামও কমেছে আগের থেকে। তাই বিশেষত খাবারের প্যাকেট, প্রসাধনী বা শরীরচর্চার পণ্যের বিক্রি বেড়েছে। কিন্তু সেই বাজারে দখল বাড়াতে বড় সংস্থার সঙ্গে পাল্লা দিচ্ছে স্থানীয় ছোট সংস্থাগুলি। তারা দাম কম রেখে এগোতে চেষ্টা করছে। গ্রামেও জোর দিচ্ছে সস্তার ছোট প্যাকেট বিক্রিতে। ফলে সব মিলিয়ে বিক্রি বাড়লেও টাকার অঙ্কে কমেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন