Sensex

চিন্তার ভাঁজেও আশার আলো

তবে ব্যাঙ্কিং শিল্প এখনও বাজারের মাথাব্যথা। কারণ, বেড়ে যাওয়া অনুৎপাদক সম্পদ খাতে সংস্থান করতে গিয়ে গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এলাহাবাদ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ককে লোকসান গুনতে হয়েছে। নিট মুনাফা কমেছে আইসিআইসিআই ব্যাঙ্কেরও।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১২ মে ২০১৮ ০৪:৩১
Share:

দুশ্চিন্তার কারণ রয়েছে বিস্তর। তা সত্ত্বেও আশার রুপোলি রেখা শেয়ার কিনতে উৎসাহ জুগিয়েছে লগ্নিকারীদের। ফলে শুক্রবার ২৮৯.৫২ পয়েন্ট উঠল সেনসেক্স। দাঁড়াল ৩৫,৫৩৫.৭৯ অঙ্কে। নিফ্‌টিও ৮৯.৯৫ পয়েন্ট বেড়ে ১০,৮০৬.৫০ অঙ্কে পৌঁছেছে ।

Advertisement

বিশেষজ্ঞদের দাবি, মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজার্ভের সুদ বাড়ানো নিয়ে ভারত-সহ বিভিন্ন দেশের লগ্নিকারীরা চিন্তায় থাকেন। কারণ আমেরিকার মতো উন্নত দেশে সুদ বাড়লে সেখানে লগ্নি দ্রুত সরে যেতে পারে। কিন্তু এপ্রিলে মূল্যবৃদ্ধির হার কমেছে মার্কিন মুলুকে। ফলে অনেকে মনে করছেন, ফেড রিজার্ভ এখনই আর সুদ বাড়িয়ে চাহিদা কমার ঝুঁকি নেবে না। আর মূলত এই আশাই, এ দিন ভারত-সহ বিভিন্ন দেশের বাজারকে চাঙ্গা করেছে। সঙ্গে যোগ হয়েছে দেশের সংস্থাগুলির মোটের ওপর ভাল ফল এবং দেশীয় লগ্নি প্রতিষ্ঠানগুলির শেয়ার কেনা।

তবে ব্যাঙ্কিং শিল্প এখনও বাজারের মাথাব্যথা। কারণ, বেড়ে যাওয়া অনুৎপাদক সম্পদ খাতে সংস্থান করতে গিয়ে গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এলাহাবাদ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ককে লোকসান গুনতে হয়েছে। নিট মুনাফা কমেছে আইসিআইসিআই ব্যাঙ্কেরও।

Advertisement

বাজারে জ্বালানি

• আমেরিকায় প্রত্যাশার নীচে থাকা মূল্যবৃদ্ধির হার। যার জেরে ফেডারাল রিজার্ভের এখনই সুদ না-বাড়ানোর আশা

• কিছুটা সহজ আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি

• বিশ্বের বেশির ভাগ সূচকের উত্থান

• দেশে সংস্থাগুলির মোটামুটি ভাল আর্থিক ফল

• দেশীয় লগ্নিকারী সংস্থার টানা শেয়ার কেনা

তবু আশঙ্কা

• বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়া

• বিদেশি লগ্নিকারী সংস্থার শেয়ার বিক্রির ঝোঁক

• মার্চে পাঁচ মাসের তলানি ছোঁয়া শিল্প বৃদ্ধি

• ঋণ খেলাপ নিয়ে উদ্বেগ

• কর্নাটকের ভোট ঘিরে দুশ্চিন্তা

লগ্নিকারীদের স্বস্তি জুগিয়ে চিন-মার্কিন বাণিজ্য যুদ্ধের আশঙ্কা অবশ্য কিছুটা থিতিয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্প নিয়ে সে দেশের শাসক কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসতে রাজি হওয়াতেও সকলে খুশি। কিন্তু চিন্তা জিইয়ে রেখেছে বিশ্ব বাজারে তেলের দাম বাড়া, দেশে শিল্প বৃদ্ধির হার কমা এবং অবশ্যই কর্নাটক ভোট। বাজার মনে করে, অর্থনীতির উন্নতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। যা ভাল ভাবে সম্ভব একক সংখ্যা গরিষ্ঠতায়। তাই বিশেষজ্ঞদের মতে, কর্নাটক থেকে আগামী লোকসভা ভোটের পরে দিল্লির অলিন্দ— সর্বত্র স্থিতিশীলতারই খোঁজ করছে বাজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন