১০ হাজার ছুঁয়ে নজির নিফ্‌টি-র

লেনদেনের একটা সময়ে নিফ্‌টি ৪৪.৯০ পয়েন্ট বেড়ে যায়। আর সেনসেক্স ১২৮.৪৩ পয়েন্ট। অবশ্য দিনের শেষে দু’টি সূচকই জায়গা ধরে রাখতে পারেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ০৪:১২
Share:

প্রতীকী ছবি।

দিনের শেষে সূচকের পতন হল ঠিকই। কিন্তু তার আগে দু’টি রেকর্ড গড়ল দেশের অগ্রণী দুই শেয়ার সূচক। মঙ্গলবার নিফ্‌টি ইতিহাসে প্রথম বার ছুঁয়ে ফেলল ১০ হাজারের ঘর। এক সময়ে পৌঁছে গেল ১০,০১১.৩০ অঙ্কে। আর সেনসেক্স নতুন রেকর্ড সৃষ্টি করল ৩২,৩৭৪.৩০ অঙ্কে উঠে।

Advertisement

লেনদেনের একটা সময়ে নিফ্‌টি ৪৪.৯০ পয়েন্ট বেড়ে যায়। আর সেনসেক্স ১২৮.৪৩ পয়েন্ট। অবশ্য দিনের শেষে দু’টি সূচকই জায়গা ধরে রাখতে পারেনি। কারণ, চড়া বাজারে মুনাফার টাকা ঘরে তোলার যে সুযোগ তৈরি হয়েছিল, তা হাতছাড়া করেননি লগ্নিকারীরা। দিনের শেষে নিফ্‌টি ৯,৯৬৪.৫৫ অঙ্কে এবং সেনসেক্স ৩২,২২৮.২৭ অঙ্কে থিতু হয়।

আগামী দিনে বাজার কেমন ভাবে এগোবে, তা নিয়ে বিশেষজ্ঞরা ভিন্নমত। অনেকে মনে করেছেন, জিএসটি চালু হওয়া ও অন্যান্য সংস্কারের হাত ধরে সূচকের দৌড় লম্বা হবে। আবার কারও ধারণা পতন আসন্ন। স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ বা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিকের মতো বিশেষজ্ঞ মনে করছেন, ‘‘দীর্ঘ দিন সূচক উঠেই চলেছে। এটা ভাল
লক্ষণ নয়।’’ অন্য দিকে প্রবীণ বাজার বিশেষজ্ঞ অজিত দে বলেন, ‘‘এক লপ্তে বড় পতন হয়নি ঠিকই। কিন্তু সূচক তো প্রায়ই পড়ছে, ফের উঠছে বাজারের নিজস্ব জোরেই।’’ তাঁর দাবি, এটা অস্বাভাবিক নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement