চাকরি যাবে না এক জনেরও, আশ্বাস নির্মলার

এ দিন চেন্নাইয়ে আয়কর, জিএসটি, আমদানি শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গে বসেছিলেন নির্মলা।

Advertisement

সংবাদ সংস্থা 

চেন্নাই শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৫৫
Share:

নিশ্চয়তা: সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী। রবিবার চেন্নাইয়ে। ছবি: পিটিআই।

দেশের ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে চারটি হলে কর্মী ছাঁটাই হবে কি না, উঠতে শুরু করেছে প্রশ্ন। রবিবার সেই আশঙ্কা উড়িয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানালেন, প্রস্তাব অনুযায়ী বিভিন্ন ব্যাঙ্ক একে অপরের সঙ্গে মিশে যাওয়ার পরেও ঝাঁপ বন্ধ হবে না কোনওটির। কাজ হারাতে হবে না এক জন কর্মীকেও।

Advertisement

এ দিন চেন্নাইয়ে আয়কর, জিএসটি, আমদানি শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গে বসেছিলেন নির্মলা। তার পরেই সাংবাদিক বৈঠকে ছাঁটাই নিয়ে প্রশ্নের জবাব দেন ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলিকে। চাকরি যাওয়া ও বিভিন্ন ব্যাঙ্কের ঝাঁপ বন্ধের আশঙ্কা তুলে ধরে যারা ইতিমধ্যেই সংযুক্তি প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে।

ব্যাঙ্ক মেশানোর পক্ষে সওয়াল করতে গিয়ে অর্থমন্ত্রীর আরও দাবি, ‘‘ব্যাঙ্কগুলিকে পুঁজি দেওয়া হচ্ছে। তারা আগে যে কাজ করত সেটাই আরও বেশি করে চালিয়ে যাবে।’’

Advertisement

কেন্দ্র ব্যাঙ্কে চাকরি না যাওয়ার প্রতিশ্রুতি দিলেও, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ৫ শতাংশে নেমেছে। চাহিদার অভাবে কাহিল অর্থনীতিতে গাড়ি-সহ বিভিন্ন শিল্পে ইতিমধ্যেই কাজ হারিয়েছেন অনেকে। যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে। এ দিন অর্থমন্ত্রীকে কাজ হারানো ও হারানোর ভয়ে সন্ত্রস্ত কর্মীদের উদ্দেশে বার্তা দিতে বলা হলে জবাব এসেছে, ‘‘আমি শুধু বলতে পারি, আমরা শিল্পের প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করছি।... সার্বিক ভাবে এর নির্দিষ্ট একটি উত্তর নেই যা দেওয়া যায় ...যে শিল্প যে রকম চাইছে, আমরা দিচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন