Nirmala Sitharaman

বৈদ্যুতিকে বিদেশি লগ্নি নিয়ে জল্পনা

ইলন মাস্কের সংস্থা টেসলার এই দাবি নিয়েই দীর্ঘ দিন ধরে তাদের সঙ্গে কেন্দ্রের টানাপড়েন চলছে। তাদের শুল্ক ছাঁটার আর্জি খারিজ করেছে মোদী সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৩ ০৭:১৫
Share:

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরি করলে বিদেশি সংস্থাকে গোড়ায় আমদানি শুল্ক ছেঁটে গাড়ি আমদানিতে সায় দিয়ে ভারত নতুন নীতি আনতে পারে বলে ফের জল্পনা ছড়িয়েছে বাজারে। সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, ইতিমধ্যেই সেই ভাবনার সলতে পাকাতে শুরু করেছে। ইলন মাস্কের সংস্থা টেসলার এই দাবি নিয়েই দীর্ঘ দিন ধরে তাদের সঙ্গে কেন্দ্রের টানাপড়েন চলছে। তাদের শুল্ক ছাঁটার আর্জি খারিজ করেছে মোদী সরকার। বিদেশি সংস্থাকে ভারতে এ ভাবে লগ্নির রাস্তা করে দেওয়া নিয়ে আপত্তি রয়েছে দেশের গাড়ি শিল্পের একাংশেরও। তবে শুক্রবার এক অনুষ্ঠানের ফাঁকে শুল্ক ছাঁটা নিয়ে প্রস্তাব তাঁর কাছে নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisement

এক জন সরকারি পদস্থ আধিকারিক-সহ দু’টি সূত্রের খবর, এ দেশে পরবর্তীকালে স্থানীয় ভাবে গাড়ি তৈরিতে লগ্নি করলে আপাতত ৪০,০০০ ডলারের (প্রায় ৩৩,০৬,০০০ লক্ষ টাকা) বেশি দামি গাড়ি কম শুল্কে (১৫%) পুরোদস্তুর আমদানিতে সায় দিতে পারে ওই নীতি। এখন যা ১০০%। এ ক্ষেত্রে কেন্দ্র টেসলার প্রস্তাব নিয়েই ভাবছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, টেসলা-র ওয়াই মডেলের গাড়িটির দাম ৪৭,৭৪০ ডলার (কর বসার আগে)।

যদিও সস্তায় বৈদ্যুতিক গাড়ি আমদানি হলে দেশে তৈরি এমন গাড়ির বাজার চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের একাংশের। ইতিমধ্যেই এ ক্ষেত্রে বড় লগ্নি করেছে টাটা মোটরস, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার মতো সংস্থা। এ দিন এই খবরের পরে ওই দুই সংস্থার শেয়ার দর যথাক্রমে ৩% ও ২% পড়ে যায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন