তথ্যপ্রযুক্তিতে ছাঁটাইয়ের কথা মানল নীতি আয়োগ

যদিও এ দিন পানাগড়িয়ার দাবি, ‘‘ছাঁটাইয়ের পাশাপাশি নিয়োগও চলছে তথ্যপ্রযুক্তিতে। গতিশীল অর্থনীতির যা লক্ষণ। শিল্পটির সংগঠন ন্যাসকমও বলছে তথ্যপ্রযুক্তিতে বৃদ্ধি হচ্ছে। তাই দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হবে বিষয়টিকে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ০২:৪৩
Share:

তথ্যপ্রযুক্তি শিল্পে যে কর্মী ছাঁটাই হচ্ছে, তা আজ মেনে নিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া।

Advertisement

নোট বাতিলের জেরে বহু মানুষ কাজ খুইয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। সম্প্রতি বৃদ্ধি গোত্তা খাওয়ার পরে তা আরও জোরালো হয়েছে। অর্থনীতির বেহাল দশা প্রসঙ্গে উঠছে তথ্যপ্রযুক্তি শিল্পে ছাঁটাইয়ের কথাও। সেই পরিপ্রেক্ষিতে পানাগড়িয়ার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। শুধু তা-ই নয়, দেশে কর্মসংস্থান, বেকারত্বের আসল ছবি খঁুজতে সমীক্ষাও করছে নীতি আয়োগ। বেকারত্ব দূর করতে টাস্ক ফোর্স গড়া হয়েছে বলেও জানান তিনি।

যদিও এ দিন পানাগড়িয়ার দাবি, ‘‘ছাঁটাইয়ের পাশাপাশি নিয়োগও চলছে তথ্যপ্রযুক্তিতে। গতিশীল অর্থনীতির যা লক্ষণ। শিল্পটির সংগঠন ন্যাসকমও বলছে তথ্যপ্রযুক্তিতে বৃদ্ধি হচ্ছে। তাই দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হবে বিষয়টিকে।’’

Advertisement

সংবাদ সংস্থার খবর, ইনফোসিসের সিওও ইউবি প্রবীণ রাওয়ের-ও দাবি, প্রতি বারের মতো কাজের ভিত্তিতে এ বছরও ৩০০-৪০০ জন কমানো হয়েছে। কিন্তু নিয়োগ হবে প্রায় ২০ হাজার। রাও এ দিন তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে দেখা করেন। পরে প্রসাদও বলেন, ‘‘টিসিএস-ও লিখিত ভাবে জানিয়েছে এ বছর কর্মী ২০ হাজার কর্মী নেওয়ার কথা।...ফলে ছাঁটাই নিয়ে এত কথা অবাঞ্ছনীয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন