Air India

বিলগ্নিতে অংশ নয়, পরামর্শ পাইলটদের

সংগঠন দু’টির দাবি, অন্যান্য সংস্থা বেতন ছাঁটার সিদ্ধান্ত ফেরালেও, এয়ার ইন্ডিয়ায় তা বহাল।

Advertisement

সংবাদ স‌ংস্থা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ০৪:৩১
Share:

—ফাইল চিত্র

এয়ার ইন্ডিয়ার (এআই) মালিকানা কিনতে ১৪ ডিসেম্বরের মধ্যে সংস্থার কর্মীরাও দর দিতে পারেন বলে খবর বাজারে। কিন্তু কোনও পাইলট যাতে এই প্রক্রিয়ায় অংশ না-নেন, সেই পরামর্শ দিয়ে নিজেদের সদস্যদের চিঠি দিল রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির দুই সংগঠন ইন্ডিয়ান পাইলটস গিল্ড এবং ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন। তারা বলেছে, যতক্ষণ না সংস্থা কর্তৃপক্ষ পাইলটদের ৭০% এবং উচ্চপদস্থ কর্তাদের ১০% বেতন কাটা নিয়ে সিদ্ধান্ত হচ্ছে, ততক্ষণ বিলগ্নিকরণে তাঁদের অংশ না-নিতে পরামর্শ দেওয়া হচ্ছে।এর আগে একাধিকবার এআই বিক্রিতে ব্যর্থ হওয়ার পরে জানুয়ারিতে পুরোদমে বিলগ্নির কাজে নামে কেন্দ্র। কিন্তু করোনার জেরে সেই প্রক্রিয়া ধাক্কা খায়। এ দিকে অন্যান্য পরিষেবা ক্ষেত্রের মতো বেহাল দশা তৈরি হয় বিমান পরিবহণেও। এই পরিস্থিতিতে দেশের একাধিক বিমান সংস্থা কর্মীদের বেতন ছাঁটাই করেছিল। এয়ার ইন্ডিয়াও সেই পথে হাঁটে।

Advertisement

সংগঠন দু’টির দাবি, অন্যান্য সংস্থা বেতন ছাঁটার সিদ্ধান্ত ফেরালেও, এয়ার ইন্ডিয়ায় তা বহাল। তার উপরে প্রায় পাঁচ বছর আগে ২৫% ছাঁটাই হওয়া বেতনের এরিয়ারও মেলেনি। এই অবস্থায় সম্প্রতি কমার্শিয়াল ডিরেক্টর মীনাক্ষী মালিকের চিঠিতে কর্মীদের আগ্রহের কথা জানা গিয়েছে। কিন্তু যতক্ষণ না বেতন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে, তত দিন পাইলটদের এই প্রক্রিয়ায় অংশ না-নিতে বলা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement