রাজনের জায়গায় কে? সার্চ প্যানেল গঠন না করেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র

কে হবেন রাজনের উত্তরসূরি? গত কয়েক দিন ধরে এই জল্পনা চলছে বিভিন্ন মহলে। আর যত দিন না সরকার সেই উত্তরসূরির নাম ঘোষণা করছে, তত দিন পর্যন্ত এই জল্পনা চলতেই থাকবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ২১:২৬
Share:

কে হবেন রাজনের উত্তরসূরি? গত কয়েক দিন ধরে এই জল্পনা চলছে বিভিন্ন মহলে। আর যত দিন না সরকার সেই উত্তরসূরির নাম ঘোষণা করছে, তত দিন পর্যন্ত এই জল্পনা চলতেই থাকবে। সরকারের হাতে ইতিমধ্যেই বেশ কয়েক জনের নাম রয়েছে। কিন্তু, সেই তালিকাভুক্ত ব্যক্তিরা আদৌ রাজনের ব্যাটন ধরবেন কি না সেটা সময়ই বলবে। তবে যে ই রাজনের উত্তরসূরি হিসেবে আসুন না কেন, তাঁর জন্য কোনও রকম সার্চ প্যানেল গঠন যে করা হবে না, সেটা জানিয়ে দিয়েছে কেন্দ্র।

Advertisement

দ্বিতীয় বারের জন্য রাজন রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্ব নিতে চান না, গত শনিবারেই ঘোষণা করে দিয়েছিলেন তিনি নিজেই। তাঁর কাজের প্রশংসাও করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর সিদ্ধান্তকে স্বাগতও জানান তিনি। প্রশ্ন উঠছে, রাজনের হাত ধরে যে ভাবে ভারতের অর্থনীতি চাঙ্গা হয়েছিল, দায়িত্ব ছেড়ে দেওয়ার পর কি অর্থনীতির উপর প্রভাব পড়বে না? রাজন যে ভারতীয় অর্থনীতির একটা বড় ফ্যাক্টর, সেটা সোমবার শেয়ার বাজার খুলতেই টের পাওয়া গিয়েছে। সেনসেক্স ১৬৬ পয়েন্ট পড়ে গিয়েছে। নিফটিও নেমেছে। সবচেয়ে বড় বিষয় যেটি, বিশেষজ্ঞরা বলছেন, রাজন যে ভাবে বিশ্ব বাজারে ভারতীয় মুদ্রাকে তুলে ধরেছিলেন তাতে কিছুটা হলেও প্রভাব পড়বে। এ দিকে, রাজনকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীরা বলতে শুরু করেছে বিজেপি এবং আরএসএস-এর চক্রান্তের শিকার রাজন।

আরও খবর...

Advertisement

রাজনের বিদায়ের খবরেই ধস শেয়ার বাজারে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন