করদাতাদের বোঝাতে উদ্যোগী হবে আয়কর দফতর। —প্রতীকী চিত্র।
প্রস্তাবিত নতুন আয়কর আইন কার্যকর হলে, সেখানে কোন কোন পরিবর্তন আনা হয়েছে, তা সাধারণ করদাতাদের বোঝাতে উদ্যোগী হবে আয়কর দফতর। সম্প্রতি নারায়ণ জৈন এবং দিলীপ লয়ালকার লেখা আয়করের সমস্যা মোকাবিলা সংক্রান্ত একটি বইয়ের উদ্বোধনে এ কথা জানান পশ্চিমবঙ্গ এবং সিকিমের দায়িত্বে থাকা মুখ্য আয়কর কমিশনার-১ নীরজ কুমার। তিনি জানান, আইনটি কার্যকর হলেও দু’বছরের জন্য পুরনো আইনটিও সচল থাকবে। নতুনটির ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে আয়কর দফতরের কর্মীদের।
সংশ্লিষ্ট বিলটি এখন সংসদীয় কমিটির বিবেচনাধীন। আশা, বাদল অধিবেশনে তা পেশ হবে। নীরজ জানান, আইনের ভাষা সরল হবে। বিক্রয়কর ট্রাইবুনালের প্রাক্তন সদস্য সি এম বাছাওয়াত জানান, আইনের পরিবর্তন নিয়ে সমাজমাধ্যমে অনেক ভুল তথ্য সম্প্রচার হচ্ছে। সেগুলি বন্ধ হওয়া দরকার।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে