Elon Musk

মাস্কের চিন সফর নিয়ে কেন্দ্রকে কটাক্ষ চিদম্বরমের

২১ ও ২২ এপ্রিল ভারতে আসার কথা ছিল মাস্কের। সাক্ষাতের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ভাবা হয়েছিল ঘোষণা করতে পারেন ভারতে তাঁর সংস্থার লগ্নি পরিকল্পনা। কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিল করেন এই ধনকুবের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ০৫:৪৭
Share:

(বাঁ দিকে) পি চিদম্বরম এবং নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

গত সপ্তাহে ভারত সফর বাতিল করার পরে চিনে গিয়ে রবিবার সে দেশের প্রধানমন্ত্রী লি ছিয়াং-এর সঙ্গে দেখা করেছে টেস্‌লা কর্ণধার ইলন মাস্ক। কথা বলেছেন সেখানে ব্যবসা সম্প্রসারণ নিয়ে। তাঁর এই সফরকে ঘিরে এ বার মোদী সরকারকে তোপ দাগলেন বিরোধীরা। সোমবার এক্সে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের কটাক্ষ, ‘‘টেল্‌সার ‘গুরুত্বপূর্ণ কাজে’ ইলন মাস্ক ভারত সফর বাতিল করেছেন। তার কয়েক দিনের মধ্যেই তিনি চিনে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আলোচনা করেছেন চালকহীন গাড়ি আনা নিয়ে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত স্তরে (এ নিয়ে) জ্বলছেন আর বাইরে দাবি করছেন ভারতের সরকার আসলে মজবুত সরকার।’’

Advertisement

উল্লেখ্য, ২১ ও ২২ এপ্রিল ভারতে আসার কথা ছিল মাস্কের। সাক্ষাতের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ভাবা হয়েছিল ঘোষণা করতে পারেন ভারতে তাঁর সংস্থার লগ্নি পরিকল্পনা। কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিল করেন এই ধনকুবের। মাস্কের বক্তব্য ছিল, ‘‘দুর্ভাগ্যবশত টেস্‌লার বিশেষ গুরুত্বপূর্ণ কাজেই সফর পিছনো জরুরি হয়ে পড়েছে। বছরের শেষে তা হওয়ার দিকেই তাকিয়ে আছি।’’

তাঁর এই মন্তব্যের পরেই এক্সে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিরোধীরা। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘‘অদ্ভুত
যে বিদায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ইলন মাস্ক ভারতে আসছিলেন। তিনি এখন দেওয়াল লিখন পড়তে পেরেছেন। তাই সফর বাতিল করেছেন।’’ এই অবস্থায় মাস্কের চিন সফর অনেকেরই নজর কাড়ছে বলে মত সংশ্লিষ্ট মহলের। এ বার চিদম্বরমের বার্তায় তারই কটাক্ষ শোনা গেল।

Advertisement

এ দিকে মাস্কের সফরের পরে সে দেশের সব জায়গায় টেস্‌লার গাড়ি যাওয়ার উপরে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানাল বেজিং। সোমবার ৭৬টি গাড়ির মডেলের তালিকা প্রকাশ করেছে চিনের গাড়ি শিল্পের সংগঠন এবং প্রযুক্তি নিয়ন্ত্রক। সেখানে বলা হয়েছে, ওই সমস্ত গাড়ি ডেটা সিকিয়োরিটির নিয়ম মেনেছে। তার মধ্যে রয়েছে টেস্‌লা মডেলও। প্রসঙ্গত, আমেরিকার সংস্থা হওয়ায় চিনের বিভিন্ন আবাসন, অফিস-সহ নানা জায়গায় সুরক্ষার খাতিয়ে টেস্‌লার গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা চাপিয়েছিল বেজিং। নিজের সফরে যা তোলার জন্য দরবার করেছেন মাস্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন