দুর্গাপুরেও স্কুলের শাখা খুলছে পাথফাইন্ডার। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার এই সংস্থা ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক স্কুল খলেছে কলকাতায়। স্কুলের চেয়ারম্যান দেবদত্ত শ্রীমানি জানান, শিলিগুড়িতেও স্কুল শুরুর পরিকল্পনা করছেন তাঁরা। তাঁদের স্কুলে শুধু একাদশ-দ্বাদশ শ্রেণিই রয়েছে। স্কুলের অধ্যক্ষ সন্দীপকুমার সিংহের দাবি, তাঁরা উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমের পাশাপাশি এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণও দিচ্ছেন।