PensionSeva App

পিএফ পেনশনে অ্যাপ, সুবিধা তথ্য সংশোধনের

অ্যাপের পাশাপাশি কোন সংস্থা কোথায় অবস্থিত তা চিহ্নিত করতে এ দিন জিয়ো ট্যাগিং ডিজিটাল ব্যবস্থাও চালু করেছে পিএফ দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৫৯
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

পিএফের পেনশনপ্রাপকদের পরিষেবা দিতে ‘পেনশনার্স সেবা’ নামে অ্যাপ চালু হল শনিবার। এর মাধ্যমে প্রাপকেরা লাইফ সার্টিফিকেট জমা দেওয়া ছাড়াও পিএফ দফতরে থাকা তাঁদের বিভিন্ন তথ্য সংশোধন করতে পারবেন। পিএফের অছি পরিষদের শ্রমিক প্রতিনিধি (টিইউসিসি) সদস্য এসপি তিওয়ারি দাবি, এতে বয়স্ক মানুষদের পিএফ দফতরে দৌড়াদৌড়ি করতে হবে না।

Advertisement

অ্যাপের পাশাপাশি কোন সংস্থা কোথায় অবস্থিত তা চিহ্নিত করতে এ দিন জিয়ো ট্যাগিং ডিজিটাল ব্যবস্থাও চালু করেছে পিএফ দফতর। সংস্থাটি কোথায় তা খুঁজে পেতে অনেক সময় তারা সমস্যায় পরে। এই ব্যবস্থায় তার সমাধান হবে বলে দাবি পিএফ কর্তৃপক্ষের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন