স্মৃতির সেই নোকিয়া বাজারে কালই

বারো বছরের ‘বনবাস’ শেষে বাজারে ফিরছে নোকিয়া-৩৩১০। এ দেশের বিপণিতে তার দেখা মিলবে বৃহস্পতিবার থেকেই। জানিয়েছে, প্রস্তুতকারী এইচএমডি-গ্লোবাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ০৩:১০
Share:

বারো বছরের ‘বনবাস’ শেষে বাজারে ফিরছে নোকিয়া-৩৩১০। এ দেশের বিপণিতে তার দেখা মিলবে বৃহস্পতিবার থেকেই। জানিয়েছে, প্রস্তুতকারী এইচএমডি-গ্লোবাল।

Advertisement

২০০০ সালে প্রথম বাজারে আসা সাদা-কালো এই ফিচার ফোন এ দেশে অনেকের কাছে প্রথম হ্যান্ডসেট। মোবাইলে গেম (স্নেক) খেলায় সেখানেই হাতেখড়ি। অজস্র গল্প জড়িয়ে এর সঙ্গে। স্মার্ট ফোনের সঙ্গে পাল্লা দিতে না-পেরে ২০০৫ সালে বিদায়ের আগে সারা পৃথিবীতে তা বিকিয়েছিল ১২.৬ কোটি।

ফেব্রুয়ারিতেই এই ফোন ফেরানোর কথা ঘোষণা করেছিল নোকিয়া। জানিয়েছিল, তা ফিরবে রঙিন হয়ে। এক বার চার্জেই টানা কথা বলা যাবে প্রায় পুরো দিন। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতে, ‘‘খেটে খাওয়া মানুষের মধ্যে এমন ফোনের চাহিদা থাকতে পারে। তা জনপ্রিয় হতে পারে ব্যাটারির আয়ুর কারণেও।’’ অনেকে বলছেন, আর যা-ই হোক, এই ফোন অন্তত হ্যাকারের কব্জায় পড়বে না।

Advertisement

তবে দুনিয়া এখন টাচ স্ক্রিনে অভ্যস্ত। নেট ছাড়া এক মুহূর্ত চলে না। হোয়াটসঅ্যাপের দাপটে কোণঠাসা এসএমএস। সেখানে এমন ফিচার ফোন কেউ কিনবেন কেন? বাজারে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন