ধর্মঘট উঠল

রাজ্য সরকারের হস্তক্ষেপে শুক্রবার পেট্রোল পাম্প ধর্মঘট তুলে নিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু করে তারা। সারা রাজ্যে নয়, পাম্প বন্ধ ছিল কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও হুগলিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০২:৪০
Share:

রাজ্য সরকারের হস্তক্ষেপে শুক্রবার পেট্রোল পাম্প ধর্মঘট তুলে নিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু করে তারা। সারা রাজ্যে নয়, পাম্প বন্ধ ছিল কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও হুগলিতে।

Advertisement

সংগঠনের সভাপতি তুষার সেন বলেন, ‘‘বৃহস্পতিবার রাজ্যের সরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের সঙ্গে বৈঠক করেন। প্রতিশ্রুতি দেন, ডিপোগুলিতে আইন-শৃঙ্খলার সমস্যা মেটাতে ব্যবস্থা নেবেন তাঁরা। রাজ্যের অনুরোধ মেনে ধর্মঘট তুলে নিচ্ছি।’’ তুষারবাবুর দাবি, শুক্রবার থেকেই পরিস্থিতি ফের স্বাভাবিক হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement