চুক্তি ছাড়াই কেনা যাবে কোল ইন্ডিয়ার কয়লা

যে সমস্ত তাপবিদ্যুৎ উৎপাদক সংস্থার সঙ্গে অন্য সংস্থার বিদ্যুৎ বিক্রির চুক্তি নেই, তারা সাধারণত কোল ইন্ডিয়ার কয়লা কিনতে পারত না। নতুন নিয়মে তারাও এখন ই-অকসনের মাধ্যমে কোল ইন্ডিয়ার কাছ থেকে কয়লা কিনতে পারবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ১৯:০৬
Share:

কলকাতায় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল। ছবি: সুদীপ আচার্য।

যে সমস্ত তাপবিদ্যুৎ উৎপাদক সংস্থার সঙ্গে অন্য সংস্থার বিদ্যুৎ বিক্রির চুক্তি নেই, তারা সাধারণত কোল ইন্ডিয়ার কয়লা কিনতে পারত না। নতুন নিয়মে তারাও এখন ই-অকসনের মাধ্যমে কোল ইন্ডিয়ার কাছ থেকে কয়লা কিনতে পারবে।

Advertisement

শুক্রবার কলকাতায় এসে এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা ও বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল। তিনি জানিয়েছেন, আপাতত আগামী মার্চ মাস পর্যন্ত এই সুবিধা বিদ্যুৎ সংস্থাগুলি পাবে। উৎপাদিত বিদ্যুৎ বিক্রির ক্ষেত্রে যাদের স্বল্পমেয়াদি চুক্তি রয়েছে তারাও ওই ব্যবস্থার মাধ্যমে কোল ইন্ডিয়ার কয়লা কিনতে পারবে বলে গয়াল জানিয়েছেন। কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর বক্তব্য, কয়লা পাওয়ার অধিকার সবার রয়েছে। গত এক বছরে কোল ইন্ডিয়ার কয়লা উত্তোলনের ক্ষমতাও অনেকটা বেড়েছে। তাই সমস্ত রকম স্বচ্ছতা মেনেই ই-অকসনের মাধ্যমে কয়লা দেওয়ার ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

বিদ্যুতের অপচয় বাঁচাতে পীযূষ গয়াল এ দিন এলইডি আলো ব্যবহারের দিকে বেশি জোর দিয়েছেন। তাঁর দাবি, সাধারণ বাল্ব বা অন্যান্য ধরনের আলোর বদলে যদি সবাই এলইডি আলো ব্যবহার করেন তা হলে ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যায়। বাতাসে কাবর্ন মনোক্সাইডের পরিমাণ কমবে বছরে এক কোটি ৬০ লক্ষ টন। প্রতিটি গৃহস্থের ঘরে সিএফএল আলোর বদলে এলইডি আলো ব্যবহার করলে ১০ হাজার কোটি ইউনিট বিদ্যুৎ বাঁচানো সম্ভব। এলইডি আলো লাগালে বিদ্যুতের বিলও তুলনামূলক ভাবে অনেকটাই কম আসবে বলে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন