জিএসটি-প্রস্তুতি নিয়ে বৈঠক মোদীর

প্রধানমন্ত্রী নিজেও সম্প্রতি রাশিয়া সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে জানিয়ে এসেছেন, কর ব্যবস্থা সংস্কারের অঙ্গ হিসেবে ১ জুলাই থেকেই চালু হবে জিএসটি। কোন পণ্য বা পরিষেবার ক্ষেত্রে জিএসটি-র কী হার হবে তা-ও চূড়ান্ত করে ফেলেছে জিএসটি কাউন্সিল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ০১:৫২
Share:

সারা দেশে অভিন্ন পণ্য-পরিষেবা কর (জিএসটি) চালুর কাজ কতটা এগোল, তা খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

আগামী ১ জুলাই থেকে এই নতুন কর ব্যবস্থা চালু হওয়ার কথা। পশ্চিমবঙ্গ অবশ্য এই সময়সীমা মানায় আপত্তি জানিয়েছে। যা খারিজ করে সময়েই জিএসটি চালুর সিদ্ধান্তে অনড় কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ ফের সে কথা স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও সম্প্রতি রাশিয়া সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে জানিয়ে এসেছেন, কর ব্যবস্থা সংস্কারের অঙ্গ হিসেবে ১ জুলাই থেকেই চালু হবে জিএসটি। কোন পণ্য বা পরিষেবার ক্ষেত্রে জিএসটি-র কী হার হবে তা-ও চূড়ান্ত করে ফেলেছে জিএসটি কাউন্সিল।

প্রধানমন্ত্রী আজ অরুণ জেটলি, রাজস্ব সচিব হাসমুখ আঢিয়া এবং কেন্দ্রীয় উৎপাদন ও আমদানি শুল্ক পর্ষদের পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ‘এক দেশ, এক বাজার, এক কর’ ব্যবস্থায় দেশের সাধারণ মানুষের বিপুল উপকার হবে। জিএসটি নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের চটজলদি জবাব দিতে একটি টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেটি কী ভাবে কাজ করছে, তা-ও এ দিন খতিয়ে দেখেন মোদী। এ ছাড়াও চালু করা হচ্ছে একটি টেলিফোন নম্বর। সেখানে নিখরচায় ফোন করে জিএসটি সম্পর্কে প্রশ্নের জবাব পাওয়া যাবে।

Advertisement

মে মাস থেকে এই নিয়ে দ্বিতীয় বার জিএসটি-র প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী। আগামী রবিবার ফের বৈঠকে বসবে জেটলির নেতৃত্বাধীন জিএসটি পরিষদ। সেখানে কিছু কিছু পণ্য ও পরিষেবার উপরে করের হার খতিয়ে দেখা হবে। আলোচনা হবে বকেয়া পড়ে থাকা বিষয়গুলি নিয়েও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন