হাল বুঝতে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর দফতরের, ফিরতে আগ্রহী গয়ালও

কর্মীরা উদ্বিগ্ন, আরও জটিল জেটের জট

নতুন করে জেটের মালিকানা বা অংশীদারি হাতে নিতে আগ্রহপত্র জমা দেওয়ার সময় ছিল শুক্রবার পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে খবর, অন্যতম অংশীদার এতিহাদ, এয়ার কানাডা সমেত কয়েকটি সংস্থা প্রাথমিক ভাবে আগ্রহ প্রকাশ করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ০৪:১০
Share:

উদ্বেগ: হাতে প্রতিবাদের পোস্টার। কান সংস্থার মুখপাত্রের ঘোষণায়। শুক্রবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে জেট এয়ারওয়েজের কর্মীরা। এএফপি

মাস কয়েক আগেও আকাশ দখলের জন্য লড়াই করত যে সংস্থার ১১৯টি বিমান, সরকারি ভাবেই তার সংখ্যা নেমে এসেছে ১১টিতে। শুক্রবার বিমান পরিবহণ সচিব পি এস খারোলা মেনে নিলেন, এই সপ্তাহান্তে মেরেকেটে জেট এয়ারওয়েজের ৬-৭টি বিমান উড়বে দেশের মধ্যে। আর সংশ্লিষ্ট সূত্রে খবর, সোমবার পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে সংস্থাই। সব মিলিয়ে, ক্রমশ আরও গভীর হচ্ছে জেটের সঙ্কট। এ দিন যে কারণে বিক্ষোভ দেখিয়েছেন উদ্বিগ্ন কর্মীরা। এমনকি মার্চের বেতন এখনও না পাওয়ায় প্রতিষ্ঠাতা নরেশ গয়াল, সিইও বিনয় দুবে এবং স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমারের নামে এফআইআর পর্যন্ত দায়ের করার কথা ভাবছে কর্মী ইউনিয়ন।

Advertisement

নতুন করে জেটের মালিকানা বা অংশীদারি হাতে নিতে আগ্রহপত্র জমা দেওয়ার সময় ছিল শুক্রবার পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে খবর, অন্যতম অংশীদার এতিহাদ, এয়ার কানাডা সমেত কয়েকটি সংস্থা প্রাথমিক ভাবে আগ্রহ প্রকাশ করেছে। তবে আলোচনার কেন্দ্রে অবশ্যই জেটের ককপিটে নরেশ গয়ালের ‘ফিরতে চাওয়া’।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, জেটের রাশ ফের হাতে নিতে শুক্রবার আগ্রহপত্র জমা দিয়েছেন প্রতিষ্ঠাতা এবং হালে ঋণদাতাদের শর্ত মেনে সংস্থার পর্ষদ থেকে সরে দাঁড়ানো গয়াল। ২৫ মার্চ যখন ডুবতে থাকা জেটের সিংহভাগ শেয়ার স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম হাতে নেয়, তখন নরেশের হাতেই ছিল ৫১% শেয়ার। কিন্তু ২৫ মার্চের পরে তা কমে হয় ২৬%। ঋণ নিতে যা আবার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাছে বন্ধক রেখেছেন তিনি। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন, তবে কি ওই টাকা জেটের অংশীদারি কেনায় ঢালবেন তিনি? অনেকের প্রশ্ন, ১৬ হাজার কর্মীর চাকরি বাঁচাতে কি ওই টাকা জোগাড়ের জন্য আসলে সময় দেওয়া হল গয়ালকে? তিনি ফিরে এসে কি সুযোগ পাবেন জলের দরে সংস্থার শেয়ার কেনার? সে ক্ষেত্রে ঘুরপথে জেটের কাঁধে চেপে থাকা ঋণ মকুব হবে বলে আশঙ্কা অনেকের।

Advertisement

তবে এ সবের মধ্যে উদ্বেগ আর ক্ষোভ বাড়ছে কর্মীদের। জেট পাইলটদের সংগঠন ১৫ এপ্রিল থেকে ওড়া বন্ধ করার হুমকি দিয়েছে। তাদের অভিযোগ, জেট চালু রাখতে ১,৫০০ কোটি টাকা ঢালার কথা ছিল স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের। তা আসেনি। পাইলট ও ইঞ্জিনিয়ারদের তিন মাসের বেতন বকেয়া। কর্তৃপক্ষের হেলদোল নেই। এই অবস্থায় সমস্ত পাইলটকে ১৫ এপ্রিল মুম্বইয়ে হাজির হওয়ার ডাক দিয়েছে তারা। অভিযোগ জানাতে প্রধানমন্ত্রীর দফতরেও গিয়েছিল জেট কর্মী ইউনিয়ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন