তথ্যের বিশুদ্ধতা নিয়ে উদ্বেগ প্রণবের

বুধবার প্রণববাবু জানান, অর্থনীতিতে কিছু ঘটনা ঘটছে। তার প্রতিক্রিয়া থাকবেই। ফলে বৃদ্ধির হার কমা নিয়ে তিনি ততটা চিন্তিত নন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ০৩:২৪
Share:

—ফাইল চিত্র।

অর্থনীতির ধীর গতি নিয়ে তিনি ততটা চিন্তিত নন। কিন্তু অর্থনীতিকে ঠিক ভাবে বিশ্লেষণের জন্য তথ্যের বিশুদ্ধতা জরুরি। ভারতরত্ন সম্মান প্রাপ্তি উপলক্ষে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) সংবর্ধনা কর্মসূচিতে এ কথাই জানালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

Advertisement

বুধবার প্রণববাবু জানান, অর্থনীতিতে কিছু ঘটনা ঘটছে। তার প্রতিক্রিয়া থাকবেই। ফলে বৃদ্ধির হার কমা নিয়ে তিনি ততটা চিন্তিত নন। বরং তাঁর বক্তব্য, ‘‘অর্থনীতির যথাযথ বিশ্লেষণের জন্য তথ্যের বিশুদ্ধতা রক্ষা করা জরুরি। না হলে পরিণতি ধ্বংসাত্মক হতে পারে।’’ এখন সেই তথ্যেরই বিশুদ্ধতা রক্ষার ক্ষেত্রে বিচ্যুতি নিয়ে যে সব অভিযোগ উঠছে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানান প্রাক্তন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে নিজে অর্থমন্ত্রী থাকার সময়ের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর সময়েও সরকারি সমীক্ষার রিপোর্ট তৈরি হত মুখ্য আর্থিক উপদেষ্টার তত্ত্বাবধানে। কিন্তু সকলেই সেই তথ্য বিশ্বাস করতেন। অনেকে মনে করাচ্ছেন, এর আগে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনও অতীতে তথ্যের স্বচ্ছতার প্রয়োজনীয়তা কথা বলেছিলেন।

এ দিন ব্যাঙ্ক জাতীয়করণের ৫০ বছর পূর্তির কথাও উল্লেখ করেছেন প্রণববাবু। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তিনি মনে করান, সেই সময়ে সারা পৃথিবী জুড়ে মন্দা চলছিল। ব্যাঙ্কগুলিকে রক্ষা করতে প্রয়োজন হয়েছিল রাষ্ট্রের সহযোগিতার। এখনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে পুঁজির প্রয়োজন বলে জানান প্রণববাবু। তবে তাঁর সময়ে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পুঁজি চায়নি বলেও মনে করিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন