নোট বাতিলের জেরে নভেম্বরে কমলো মূল্যবৃদ্ধি

নোট বাতিলের সিদ্ধান্ত ও তার জেরে মানুষের হাতে নগদে টান। মূলত এই কারণেই নভেম্বরে এক ধাক্কায় অনেকটা কমলো মূল্যবৃদ্ধির হার। দাঁড়াল ৩.৬৩ শতাংশে। ২০১৪ সালের নভেম্বরের (৩.২৩%) পর থেকে এত নীচে নামেনি মূল্যবৃদ্ধি। অক্টোবরে তা ছিল ৪.২০%।

Advertisement

নয়াদিল্লি

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ০১:৫২
Share:

নোট বাতিলের সিদ্ধান্ত ও তার জেরে মানুষের হাতে নগদে টান। মূলত এই কারণেই নভেম্বরে এক ধাক্কায় অনেকটা কমলো মূল্যবৃদ্ধির হার। দাঁড়াল ৩.৬৩ শতাংশে। ২০১৪ সালের নভেম্বরের (৩.২৩%) পর থেকে এত নীচে নামেনি মূল্যবৃদ্ধি। অক্টোবরে তা ছিল ৪.২০%।

Advertisement

মঙ্গলবার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত মাসে সরাসরি কমেছে শাক-সব্জির দর (-১০.২৯%)। অক্টোবরেও তা কমেছিল। তবে গত মাসে কিছুটা হলেও বেড়েছে ফল, ডাল, মাছ-মাংস-ডিমের মতো খাদ্যপণ্যের দাম।

বিশেষজ্ঞদের মতে, গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো ৫০০ এবং হাজারের নোট বাতিলের কথা ঘোষণার পর থেকেই মানুষের হাতে নগদের জোগান কমেছে। বাজারে ২,০০০ টাকার নোট এলেও, তা ভাঙানোর সমস্যা থাকায় লেনদেনে তা ব্যবহার করতে চাইছেন না অনেকে। এ সবের জেরে চাহিদা তলানিতে। যার হাত ধরে কমেছে দামও।

Advertisement

আগামী কয়েক মাসে মূল্যবৃদ্ধি আরও নীচের দিকে নামতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর তা হলে রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর সম্ভাবনা জোরালো হবে বলে তাঁদের ধারণা।

বাড়ল সেনসেক্স। মূল্যবৃদ্ধির হার এবং মার্কিন মুলুকে ফেড রিজার্ভের সুদ বাড়ানোর চিন্তায় এ দিন সতর্ক ছিল শেয়ার বাজারও। তবে শেষ পর্যন্ত বিশ্ব বাজারের প্রভাব টেনে তোলে সূচককে। সেনসেক্স দাঁড়াল ২৬,৬৯৭.৮২ অঙ্কে। আগের দিনের চেয়ে ১৮৩ বেশি। নিফ্‌টি ৫১ পয়েন্ট বেড়ে ছাড়াল ৮,২০০-র গণ্ডি। তবে ডলারের সাপেক্ষে টাকার দাম কমেছে ১২ পয়সা। এক ডলার দাঁড়িয়েছে ৬৭.৫৪ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement