তেলের দাম বদলে যেতে পারে প্রতিদিনই

এখনকার মতো পনেরো দিন অন্তর নয়। বিশ্ব বাজারে অশোধিত তেলের দামের সঙ্গে সাযুজ্য রেখে রোজই পেট্রোল-ডিজেলের দাম সংশোধনের পরিকল্পনা খতিয়ে দেখছে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০৩:১৭
Share:

এখনকার মতো পনেরো দিন অন্তর নয়। বিশ্ব বাজারে অশোধিত তেলের দামের সঙ্গে সাযুজ্য রেখে রোজই পেট্রোল-ডিজেলের দাম সংশোধনের পরিকল্পনা খতিয়ে দেখছে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

Advertisement

তেলের দামের উপর থেকে নিয়ন্ত্রণ উঠে যাওয়ার পরে মাসে দু’বার দাম সংশোধন করে তেল সংস্থাগুলি। কিন্তু ১৫ দিনের মধ্যে অনেক সময়েই অশোধিত তেলের দামের ওঠা-পড়ার সম্ভাবনা থাকে। তিনটি তেল সংস্থার পদস্থ আধিকারিকেরা জানিয়েছেন, সেই কারণেই ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম দৈনিক বিশ্ব বাজারে তেলের দামের ওঠা-পড়ার ভিত্তিতে দেশে তেলের দাম নির্ধারণের কথা ভাবছে। তা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক মাপকাঠি মেনে চলার দিকে এগোবে ভারত। তা ছাড়া, প্রতিদিন দামের সংশোধন হলে ফারাক হবে বড়জোর কয়েক পয়সার। যা সাধারণ মানুষের গায়ে লাগবে না।

বিশেষজ্ঞদের দাবি, এতে অশোধিত তেল ও বিদেশি মুদ্রার ওঠা-পড়ার ঝুঁকি সামলানো সহজ হবে তেল সংস্থাগুলির পক্ষে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন