SAT_COM

কৃত্রিম উপগ্রহভিত্তিক নেট পরিষেবার খরচ বদলের প্রস্তাব খারিজ

ট্রাই বলেছে, সুপারিশপত্র চূড়ান্ত করার আগে তারা সব পক্ষের মত নিয়েছে। এখন আর প্রস্তাব বদলের প্রশ্নই উঠছে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ০৯:০৬
Share:

—প্রতীকী চিত্র।

কৃত্রিম উপগ্রহভিত্তিক নেট পরিষেবার (স্যাট-কম) ফি নিয়ে সুপারিশ করেছিলটেলি নিয়ন্ত্রক ট্রাই। বলেছিল, প্রতিটি সংস্থাকে বার্ষিক আয়ের ৪% কেন্দ্রকে জমা দিতে হবে স্পেকট্রাম ব্যবহারের খরচ হিসেবে। সূত্রের খবর, সুপারিশ পছন্দ হয়নি টেলিকম বিভাগের (ডট)। ট্রাইকে তা পুনর্বিবেচনা করতে বলে তারা। কিন্তু ডট-এর বার্তা পত্রপাঠ খারিজ করেছে নিয়ন্ত্রক। প্রস্তাব ফিরে দেখার আর্জি জানিয়েছিল বিভিন্ন পরিষেবা সংস্থাগুলিও। ট্রাই বলেছে, সুপারিশপত্র চূড়ান্ত করার আগে তারা সব পক্ষের মত নিয়েছে। এখন আর প্রস্তাব বদলের প্রশ্নই উঠছে না।

তাদের অন্য সুপারিশগুলি হল— শহরে এই পরিষেবা দিতে গ্রাহক পিছু বার্ষিক ৫০০ টাকা সরকারকে দেবে সংস্থা। গ্রামাঞ্চলে তা লাগবে না। প্রতি সংস্থাকে স্যাট-কমের স্পেকট্রাম দেওয়া হবে চার বছরের জন্য। বিশেষ কারণে তা দু’বছর বাড়ানো যাবে।

স্যাট-কমের ফি-সহ নানা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডট-ই। তবে তারা সাধারণত ট্রাইয়ের সুপারিশে সায় দেয়। তাই এ বারের মতবিরোধ তাৎপর্যপূর্ণ। একাংশের ইঙ্গিত, এই স্পেকট্রামের খরচ ১%-২% হবে মনে করা হচ্ছিল। তার থেকে ৪% অনেক বেশি। যেহেতু আমেরিকার সংস্থা ইলন মাস্কের স্টারলিঙ্ক এ দেশের বিভিন্ন টেলিকম সংস্থার সঙ্গে জোট বেঁধে এই প্রথম ভারতে পরিষেবা আনছে, তাই বর্তমান পরিস্থিতিতে সরকারের উপর বাড়তি চাপ থাকতে পারে। ডট অবশ্য প্রযুক্তিগত কারণ দেখিয়ে ট্রাইকে পরামর্শ বদলাতে বলে। টেলি সংস্থাগুলির দাবি, সুপারিশ ঠিক নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন