ত্রৈমাসিক আর্থিক ফলাফল

এভারেডি ইন্ডাস্ট্রিজ। গত ৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা বেড়েছে চারগুণ। দাঁড়িয়েছে ৫.৪৪ কোটি টাকায়। নিট বিক্রিও গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭% বেড়ে হয়েছে ২৭৪.৭৫ কোটি। গত ২০১৪-’১৫ অর্থবর্ষে তাদের নিট মুনাফা ১৩.৬ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৯.০২ কোটি এবং নিট বিক্রি বেড়ে হয়েছে ১,২৭৭.৭৬ কোটি টাকা। পুরো অর্থবর্ষের জন্য শেয়ার পিছু ২ টাকা ডিভিডেন্ডও সুপারিশ করেছে এভারেডির পরিচালন পর্ষদ।

Advertisement
শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০৩:৫৭
Share:

এভারেডি ইন্ডাস্ট্রিজ। গত ৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা বেড়েছে চারগুণ। দাঁড়িয়েছে ৫.৪৪ কোটি টাকায়। নিট বিক্রিও গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭% বেড়ে হয়েছে ২৭৪.৭৫ কোটি। গত ২০১৪-’১৫ অর্থবর্ষে তাদের নিট মুনাফা ১৩.৬ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৯.০২ কোটি এবং নিট বিক্রি বেড়ে হয়েছে ১,২৭৭.৭৬ কোটি টাকা। পুরো অর্থবর্ষের জন্য শেয়ার পিছু ২ টাকা ডিভিডেন্ডও সুপারিশ করেছে এভারেডির পরিচালন পর্ষদ।

Advertisement

হিন্দুজা লেল্যান্ড ফিনান্স। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা ৩৭.৪% বেড়ে হয়েছে ১১১.৫৬ কোটি টাকা। মোট আয় ৬২৫.২২ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮১৪.৩৪ কোটিতে। এই সময়ে অশোক লেল্যান্ডের শাখা সংস্থাটির নিট অনুৎপাদক সম্পদের পরিমাণ গত বছরের ২.৭২ শতাংশের তুলনায় বৃদ্ধি পেয়েছে। যা দাঁড়িয়েছে ২.৯ শতাংশে।

Advertisement

জিএসকে কন্‌জিউমার হেল্‌থকেয়ার। ২০১৪-’১৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ভোগ্যপণ্য সংস্থাটির নিট মুনাফা ১৪.৬০% বেড়ে হয়েছে ১৯৬.৭৮ কোটি টাকা। এই সময়ে তাদের নিট বিক্রিও প্রায় ৮% বেড়ে দাঁড়িয়েছে ১,১৬৫.০৬ কোটিতে। খরচ কমানো, ব্যবসা সম্প্রসারণ এবং বাজারে নতুন পণ্য আনার মাধ্যমেই মুনাফা বাড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

স্টেট ব্যাঙ্ক অব ত্রিবাঙ্কুর। চতুর্থ ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট মুনাফা ২৯৫% বেড়ে হয়েছে ১৯১.৯৭ কোটি টাকা। পুরো ২০১৪-’১৫ অর্থবর্ষের জন্যও তাদের মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫.৫৩ কোটিতে। চলতি বছরে আরও ১০০টি শাখা এবং ২০০টি এটিএম খোলার পরিকল্পনা রয়েছে ব্যাঙ্কের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন