ত্রৈমাসিক আর্থিক ফলাফল

বজাজ ইলেকট্রিক্যালস। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সংস্থার মুনাফা হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। গত বছর একই সময়ে বজাজ ইলেকট্রিক্যালসের নিট লোকসান হয়েছিল ১০ কোটিরও বেশি। নতুন পণ্য আনার হাত ধরেই এ বছর মুনাফা বেড়েছে বলে জানিয়েছে সংস্থা। এই সময়ে নিট বিক্রিও ৩.০৭% বেড়ে দাঁড়িয়েছে ১,৩০১.৪৬ কোটিতে। তবে ২০১৪-’১৫ অর্থবর্ষে ভোগ্যপণ্য সংস্থাটির নিট লোকসান হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। নিট বিক্রি অবশ্য ৫.৬১% বেড়েছে।

Advertisement
শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০১:৫৯
Share:

বজাজ ইলেকট্রিক্যালস। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সংস্থার মুনাফা হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। গত বছর একই সময়ে বজাজ ইলেকট্রিক্যালসের নিট লোকসান হয়েছিল ১০ কোটিরও বেশি। নতুন পণ্য আনার হাত ধরেই এ বছর মুনাফা বেড়েছে বলে জানিয়েছে সংস্থা। এই সময়ে নিট বিক্রিও ৩.০৭% বেড়ে দাঁড়িয়েছে ১,৩০১.৪৬ কোটিতে। তবে ২০১৪-’১৫ অর্থবর্ষে ভোগ্যপণ্য সংস্থাটির নিট লোকসান হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। নিট বিক্রি অবশ্য ৫.৬১% বেড়েছে। দাঁড়িয়েছে ৪,২৩৭.৪৮ কোটিতে। চলতি অর্থবর্ষে ৫ হাজার কোটির সংস্থায় পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা।

Advertisement

অ্যাকজোনোবেল। ৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে রং প্রস্তুতকারক সংস্থাটির নিট মুনাফা ১৮.৩৪% কমে দাঁড়িয়েছে ৪৪.৬৪ কোটি টাকায়। বিক্রি কম হওয়ার কারণেই মুনাফা কমেছে তাদের। এই সময়ে সংস্থার নিট বিক্রি প্রায় ৪% কমে হয়েছে ৫৭৭.৭৬ কোটি। তবে গত অর্থবর্ষে সংস্থার নিট মুনাফা বেড়েছে ২৪%। যা দাঁড়িয়েছে ১৮৬.৩১ কোটি টাকায়। নিট বিক্রিও বেড়ে হয়েছে ২,৪৬৯.৭৯ কোটি।

Advertisement

রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচার। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সংস্থার সামগ্রিক নিট মুনাফা ২৬.১১% কমে হয়েছে ৪৫৯.১১ কোটি টাকা। মোট কার্যকরী আয়ও সামান্য কমে হয়েছে ৪,৬১৮.২১ কোটি। মূলত মুম্বই মেট্রো এবং সিমেন্ট ব্যবসায় ক্ষতির কারণেই মুনাফা কমেছে তাদের। এই দুই ব্যবসা বাদ দিলে সংস্থার মুনাফা ১৯% বাড়ত বলেই জানিয়েছে রিলায়্যান্স ইনফ্রা। পুরো ২০১৪-’১৫ অর্থবর্ষেও সংস্থার সামগ্রিক নিট মুনাফা কমে হয়েছে ১,৮০০.১৮ কোটি টাকা। নিট আয়ও কমে দাঁড়িয়েছে ১৭,১৯৮.৪৬ কোটিতে।

রিলায়্যান্স কমিউনিকেশন্স। চতুর্থ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) টেলি পরিষেবা সংস্থার নিট মুনাফা ৪৬.১৫% বেড়ে হয়েছে ২২৮ কোটি টাকা। সামগ্রিক আয়ও ৫.৩% বেড়ে দাঁড়িয়েছে ৫,৬৯৪ কোটিতে। যদিও গত অর্থবর্ষে তাদের সামগ্রিক নিট মুনাফা পড়েছে প্রায় ৩২%। হয়েছে ৭১৪ কোটি। মোট আয় অবশ্য বেড়েছে ২.৫%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন